Thursday, April 22, 2021

সারা পৃথিবীতে স্বর্ণের দাম বেশি কেন? অন্যান্য ধাতুর দাম কম কেন?

কে বলল অন্য ধাতুর দাম কম ভাই?

স্বর্নের থেকে হাজার হাজার গুন বেশি মুল্যের ধাতু ও।রয়েছে। তাই স্বর্ণই শুধু একমাত্র দামি ধাতু না।

এরকম কিছু ধাতুর লিস্ট দেয়া হল-

  • অ্যান্টিমেটার : মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের মতে অ্যান্টিমেটার বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু। এটির প্রতি গ্রামের মূল্য ৬ দশমিক ২৫ লাখ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় ৩৯৩ দশমিক ৭৫ লাখ কোটি টাকা।
  • ক্যালিফোরিয়াম : মূল্যমানে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোরিয়াম। এটি প্রতি গ্রামের মূল্য প্রায় ১৭০ দশমিক ৯১ কোটি টাকা।
  • হীরা : হীরা পৃথিবীর এক দুর্লভ রত্ন। এক সমীক্ষা থেকে জানা গেছে এমন কিছু হীরা রয়েছে যার মূল্য প্রতি গ্রাম ৩৪ দশমিক ৮১ লাখ টাকা। প্রাকৃতিকভাবে হীরা পৃথিবীর ১৪০ থেকে ১৯০ কিমি গভীরে উচ্চতাপ ও চাপের মধ্যে থাকে। আগ্নেয়গিরির বিস্ফোরণে ম্যাগমার দ্বারা কয়লার সঙ্গে বেরিয়ে আসে। হলুদ, বাদামি, সবুজ, গোলাপি, লাল রঙের হীরা রয়েছে।
    • চিত্র হীরা।
  • ট্রিটিয়াম : হীরার পরেই ট্রিটিয়াম বিশ্বের চতুর্থ মূল্যবান ধাতু। এক গ্রাম ট্রিটিয়ামের মূল্য প্রায় ১৮ দশমিক ৯ লাখ টাকা। এই ট্রিটিয়াম কথাটি আসে গ্রিক শব্দ ‘ট্রিটস’ থেকে, যার মানে তৃতীয়। অর্থাৎ তিনটি কণা (একটি প্রোটন ও দুটি নিউট্রন) দ্বারা গঠিত।

এছাড়াও আরো অনেক মুল্যবান ধাতু রয়েছে। স্বর্ন সহ এসব ধাতুর মুল্য এত বেশি হবার কারন- দুষ্প্রাপ্যতা, ব্যবহার, ভৌত ও রাসায়নিক গুনাবলি ইত্যাদি।

No comments:

Post a Comment