Thursday, April 22, 2021

আমাদের বেকার ছেলেগুলো কোন উপায়ে ভালো কোনও কাজ-এ জড়াতে পারবেন?

চাইলেও পারি না ভাই কেন জানেন? তাদের আসোলে কাজের প্রয়োজনি নাই। অনেকে বলে ভাই একটা চাকরি লাগবে যদি বলি অমুক পদে করবা? তখন পিছায় যায় অনেকে কিছুদিন করে আমার ক্রেডিট টা নষ্ট করে চলে যায়।। সত্যিকার অর্থে আসলে তাদের চাকরি বা কোন কাজের প্রয়োজন নেই।

চাকুরি জীবনে এসে বেকারত্ব বা চাকরি না পাওয়ার কিছু কারন খুজে পেয়েছি। এখানে সরকারি চাকুরির কথা বলা হচ্ছে না। বিষয়টা মাথায় রাখবেন। তো যাই হোক আসি মুল আলোচনায়। চাকুরি না পাওয়া বা বেকারত্বের যে কারন গুলো আমি পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য কারন হচ্ছে সবাই মুখে বলে ভাই চাকুরি লাগবে, সম্যসায় আছি, কিন্তু আসলেই তার চাকুরির প্রয়োজন নেই। একটা ভাবসম্প্রসারন পরেছিলাম "প্রয়োজন উদ্ভাবনের জনক"। আসলে আজ দেখুন কত মেয়ে মানুষ কত অবুঝ আতেল আবুল পোলাপান এসে চাকুরি করছে গার্মেন্টস গুলোতে। আপনি কেন পাচ্ছেন না? কারন আপনার দু মুঠো ভাত আজো যোগার হয় চাকুরি ছাড়া। মাথার উপোর একটা ছাতা আছে তাই আপনি চাকরি পাচ্ছেন না । একবার নিজেকে ওই পরিস্থিতে কল্পনা করুন তো আপনি একা, থাকার যায়গা নেই, খাবার কিছু নেই। আপনি কাল কি খাবেন জানেন না কোথায় ঘুমাবেন জানেন না। তাহলে আপনি কি করতেন? রাস্তা ঝারু দেবার কাজ খাবার রেস্টুরেন্ট এর কাজ যাই হোক না কেন আপনি তাই করতেন। ঠিক তেমনি আপনার যখন চাকুরি প্রয়োজন, সেই প্রয়োজন টা যদি এমন হত যে কোন মুল্যে আপনায় তা পেতে হবে যে কোন ভাবেই। আপনি আপনার সময় আপনার জীবন টাই তার পিছে লাগিয়ে দিতেন। সারা রাত পড়াশুনা করে হোক আর যে ভাবেই হোক তা আপনি অর্জন করতেন যেভাবেই হোক। কেন জানেন? প্রয়োজনের তাগিদে। আজ মানুষ প্রয়োজনের তাগিদে কত কিছুই না করছে। কিছু বুঝে না জানেনা এমনকি পাজামার ফিতাটাও বাধতে শিখেনি এমন মেয়েরাও এসে গার্মেন্টস সেক্টর গুলোতে কাজ করছে। ধমক সুনে জাগায় কেদে যাগায় আবার কাজ করছে কেন জানেন? প্রয়োজনের তাগিদে। আজ না হয় চোখ থেকে দু ফোটা অশ্রুই পরল। কাল সে হবে ইস্পাত কঠিন অপ্রতিরোধ্য। আজ আপনার কি হল? আপনি কেন বেকার? কেন অসহায়? জানেন? আসলে আপনার প্রয়োজনি নেই। আপনি মুখে বলছেন ঠিক কিন্তু আপনায় একটা চাকরির কথা বললে আপনি মুখ ফিরিয়ে নিবেন আমি কেন যাব অমন চাকুরি করতে।

আসলে যারা আজ চাকুরি নেই বলে বেরাচ্ছে চাকুরি পাচ্ছিনা বলছে সত্যিকার অর্থে ওর চাকুরির প্রয়োজনি নেই।

যদি এমন হত আমায় চাকুরি লাগবে বা ব্যাবসা করতে হবে যে কোন মুল্যে যে কোন অবস্তায় ঠিকি পারবেন। পারতে আপনায় হবেই। কত জনকে দেখেছি কিভাবে শার্ট টা সুন্দর করে পরতে হয় তাও জানে না । তারাই আজ ১০জন মানুষ চালিয়ে অর্থ উপার্জন করছে ।

কর্ম কে সন্মান করুন হোক না নাপিত।

তাই আসলেই চাইলেও সম্ভব না আপনারা যতক্ষন চাচ্ছেন না।

No comments:

Post a Comment