আচ্ছা চলুন দেখা যাক আল্লাহ কি বলেন -
আল্লাহ বলেন -
সূরাঃ আল-বাকারা [2:156]
ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتْهُم مُّصِيبَةٌ قَالُوٓا۟ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ
আল্লাযীনা ইযাআসা-বাতহুম মুসীবাতুন কা-লূইন্না-লিল্লা-হি ওয়াইন্না-ইলাইহি রাজি‘ঊন।
যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে,নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।
বিস্তারিত আলোচনায় যাবার আগে দেখে নিব। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ কিসের দোয়া।
হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি গিরিপথ দিয়ে অথবা (বর্ণনাকারী বলেন) একটি চুড়া হয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি এর উপর ওঠে জোরে জোরে বলল- ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’
হজরত আবু মুসা বলেন, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছো না। অতঃপর তিনি বললেন-‘হে আবু মুসা! বা হে আবদুল্লাহ! আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, ‘হ্যাঁ’, বলে দিন। তিনি বললেন, তা হলো-
‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ। অর্থাৎ ‘আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই।’ (বুখারি)
অতএব কোরান হাদিস থেকে আমরা প্রমান পেলাম লা হাওলা বিপদের দোয়া নয় এটি জান্নাতে ধন লাভের দোয়া।
তাহলে আমরা পরিস্কার বুঝতে পারছি বিপদের দোয়া হচ্ছে ইন্না নিল্লাহ।
এটা কেন জরুরি -
এই আয়াত (দোয়া) এর অর্থ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। তার মানে আমরা কেউই চিরস্থাই না যেখানে আমরা নিজেরাই চিরস্থাই না সেখানে আমার বিপদ গুলো কিভাবে চিরস্থাই হবে। আপনি মুলত এটাই শরন করিয়ে দিচ্ছেন নিজেকে। আপনার ছোট বড় যে কোন সম্যসা হোক না কেন এই দোয়ার মাধ্যমে আপনি নিজেকে শরন করিয়ে দিচ্ছেন যে আমি নিজেই তো একদিন চলে যাব তাহলে আমার এই বিপদ কি করে চির স্থাই হবে। আল্লাহ আপনায় সমুখ্য বিপদ এর শেষ দেখিয়ে আপনায় সান্তনা দিচ্ছেন। যে আপনি যে অবস্থাতেই থাকুন তা চিরস্থাই না। যখন আপনি এভাবে চিন্তা করবেন আপনার চিন্তা কষ্ট পুরোপুরি লাঘব হবে।
ধনুবাদ।
No comments:
Post a Comment