Thursday, April 22, 2021

খারাপ সময় কিভাবে মোকাবেলা করেন?

আল্লাযীনা ইযাআসা-বাতহুম মুসীবাতুন কা-লূইন্না-লিল্লা-হি ওয়াইন্না-ইলাইহি রাজি‘ঊন।

যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। [২:১৫৬]

যখন আমি কোন খারাপ সময় এর সম্মুখিন হই তখন এই একটি বিষয় সেই খারাপ সময় ও সম্যসার মোকাবেলা করতে সাহায্য করে।

আপনি যখন খারাপ সময়ে থাকবেন যখন আপনি এটা বলবেন আসলে নিজেকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি নিজেই একদিন মরে যাবেন। আপনি নিজেই তো সারা জীবন থাকবেন না আপনার এই সম্যসাটা কিভাবে সারা জীবন থাকবে। নিশ্চই এই সময়টা অতিবাহিত হবে।যখন আপনি এটা অনুভব করবেন, আপনি মনে অনেক খানি শক্তি পাবেন।

আপনি অমুসলিম হন বা মুসলিম তাতে যায় আসে না। আপনি এর পর থেকে আমার এই কথাটা মেনে দেখুন দুর্দান্ত কাজ হবে বিশ্বাস করেন। আপনি যখন কোন খারাপ সময় অতিবাহিত করবেন নিজেকে সরন করিয়ে দিন মরনের কথা আপনি নিজেই তো চিরদিন থাকবেন না। আপনার যেই সম্যসাই থাক না কেন তা যা কিছু হতে পারে আর্থিক, সম্যসা মানুষিক, অসুস্থতা যাই হোক না কেন আমি হয়ত যে উদাহারন গুলো দিচ্ছি আমার কল্পনা থেকে আপনার সম্যসাটা হয়ত তার থেকেও বড় মোট কথা আপনি যতই খারাপ পরিস্থিতি অতিবাহিত করেন না কেন এটা চিরস্থাই না।। এটা একদিন শেষ হবে। ঠিক যেমনি ভাবে আপনিও চিরস্থাই না।

তাই আমি আমার খারাপ সময়ে উক্ত আয়াত পাঠ করে নিজেকে সরন করিয়ে দেই হাবীব তুমি নিজেই তো চিরস্থাই না , তোমার এই খারাপ সময় টা কিভাবে স্থাই হবে। সো কুল ম্যান।

ধন্যবাদ।।

No comments:

Post a Comment