এ বিষয়টা সম্পুর্ন নির্ভর করবে আপনার বৌ কেমন মানুষ তার উপোর।
অনেক ক্ষেত্রে দেখা যায় জিনি বর সে টাকা ধরে রাখতে পারে না। নানা কাজে খরচ করে ফেলে সেদিক থেকে বৌ অনেক হিসাবি তাহলে দেখা যাবে বৌয়ের কাছে দিলেই লাভ। আবার দেখা গেল অনেক মেয়ে আছে সুধু নিজেরটাই বুঝে নিজের কেনাকাটা বাবা মা, শশুর শাশুরির ধার ধারে না, বরের ও কেয়ার করে না সে ক্ষেত্রে উলটা বিপদ টাকা পয়সা হাতে দিলে। তাই সম্পুর্ন রুপে নির্ভর করবে আপনার বৌয়ের উপোর।
আমার ব্যাক্তিগত কথা বলি - আমার হবু বৌ হিসাবি ও দায়িত্বজ্ঞান সম্পন্ন। উল্টা আমি দায়িত্বজ্ঞান থাকলেও হিসাব করে খরচ করতে পারিনা। আমায় ১ লক্ষ টাকা কেনাকাটার জন্য দিলে আমি আপনায় হিসাব দিতে পারব না। এবং দেখা যাবে ৩০/৪০ হাজার খরচ হয়েছে অপ্রয়োজনিয় অহেতুক, বন্ধুবান্ধব দের পিছে। এ ক্ষেত্রে টাকা পয়সা তার হাতে দিলেই নিরাপদ যদিও তিনি নেন না কারন আমার বদ অভ্যাস ১০৳ দিয়ে ১৫৳ ভাউচার ধরিয়ে দেয়া।
ছবি- গুগোল
এ জন্য আপনাদের মধ্যে অর্থনিতির মামলায় যে এক্সপার্ট তার হাতেই টাকা পয়সা দেয়া উচিত, বৌ হলে বৌ কেই । এখন যদি আপনার তার কাছে সব টাকা পয়সা দিতে ইগো তে বাধে দিয়েন না সম্যসা নাই।। কিন্তু নুন্যতম একটা পার্সেন্ট (%) প্রতি মাসে তাকে দিন। তার হাত খরচ এর জন্য। সে মেয় মানুষ তারো প্রয়োজন আছে। হুট করে মার্কেটে গেলে বাসায় কোন দোকানি আসলে তার মন চায় কিছু ক্রয় করতে। আত্নীয় সজন এর সাথে কোন ছোট মেহমান আসলে তার হাতে কিছু টাকা দিতে।। বাবা মায়ের জন্য কিছু কিনতে। এ জন্য এটা অবস্য দায়িত্ব তাকে কিছু টাকাপয়সা দেয়া।
ধন্যবাদ
No comments:
Post a Comment