Thursday, April 22, 2021

জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ অব্যক্ত নিয়ম কী কী?

১. আপনি যেমন চিন্তা করেন আপনি তেমনি। আসলে আগামিকাল টা আপনার আজকের চিন্তার ফলাফল।

২. আপনি টাকা দিয়ে কোন পন্য ক্রয় করতে পারবেন কিন্তু ভালবাসা ও সন্মান নয়। এটা আপনায় সাবধানতার সাথে অর্জন করতে হয়। কারন এটা অর্জন করতে সারা জীবন প্রয়োজন কিন্তু হারাতে এক মহুর্ত্ব লাগে না।

৩. দরিদ্র ও অভাবী মানুষকে আপনার আয়ের একটি নির্দিষ্ট শতাংশ দেওয়া শুরু করুন, এটি আপনার আর্থিক সাম্রাজ্যের রহস্যজনকভাবে বিপ্লব ঘটাবে।

৪. আপনি যদি কম কথা বলেন, যৌক্তিক হন এবং সচেতনভাবে শোনেন, আপনি প্রতিভাবান হয়ে উঠবেন।

৫. আপনি কার ক্ষতি করবেন আর তার ফলাফল ফিরে পাবেন না এটা প্রায় অসম্ভব। এটা আপনার জীবনে ফিরে আসবে হয়ত আরো কয়েক গুন হিসাবে। তাই প্রস্তুত থাকুন।

৬. কখন কখন সফল হবার জন্য প্রিয়জনকে ত্যাগ করতে হয়। আমি এই নিয়মটি দাবা খেলা থেকে শিখেছি । অনেক সময় রানী কে ছেরে দেই জয়ের আশায়।

৭.আপনার বন্ধু এবং সহকর্মীর ভাইবোনদের সাথে কখনও যৌন মিলনের চেষ্টা করবেন না।

৮. সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হ'ল ধৈর্য, অধ্যবসায় এবং ধারাবাহিকতা, এমনকি শীর্ষস্থানীয় সফল্য প্রাপ্ত ব্যক্তিরা চরম ব্যর্থতা ও কষ্টের মুখোমুখি হয়েছিল, তবে তারা এই বৈশিষ্ট্যগুলির দ্বারা উন্নতি করেছে।

৯.সর্বদা ইতিবাচক, আশাবাদী, নম্র এবং সকলের পক্ষে শুভাকাঙ্ক্ষী হোন, আপনি আপনার চারপাশে অলৌকিক পরিবর্তন দেখতে শুরু করবেন।

১০.ক্ষমার অভ্যাস আপনাকে কখনই হতাশ করবে না, এটি প্রকৃতির নিয়ম।

১১. আপনার খারপ অভ্যাস ও মস্তিস্কের অবকাঠামো উন্নতি সম্ভব ৮ সাপ্তাহের মেডিটেশন দ্বারা। যদি আপনি তা না করতে চান তাহলে এইGames টি খেলুন। এটি আপনার মন কে শান্ত করে তুলবে ও আপনার চিন্তাভাবনা কে আরো ধির করে তুলবে আপনার মস্তিস্ক নিয়ন্ত্রনের ফলে।

১২. কখন সম্যসা থেকে পালিয়ে বেরাবেন না। এটি ফিরে আসবে আরো দ্বিগুণ আকারে। সব সময় মনে রাখবেন সম্যসার ভিতরেই সমাধান আছে। ধর্য্য ও প্রজ্ঞা দিয়ে এটি সমাধান করুন।

কেভিট-১৯ থেকে নিরাপদে থাকুন

ধন্যবাদ

No comments:

Post a Comment