Thursday, April 22, 2021

সবাই তো সফলতার সুত্র বলে, আপনি কি আমাকে ব্যর্থ হওয়ার সূত্র বলতে পারবেন?

ব্যার্থ হবার কোন সুত্র নেই এমনি হয়ে যাবেন অটোমেটিক। অর্থাৎ যখনি আপনি কোন পদক্ষেপ নিবেন না, প্লান পরিকল্পনা করবেন না তখনি ব্যার্থ হবেন।

তবে আমি আপনায় গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি সেটা হল যে সবার কাছে সফলতার প্লান থাকে কিন্ত ব্যার্থতার প্লান থাকে না তাই তারা ব্যার্থ হলে হেরে যায়। তাই আপনার প্রশ্ন হবার কথা ছিল ব্যার্থতার প্লান কিভাবে করব?

আরো সহজ করে বলছি। যেমন সবাই চিন্তা কর আমি যদি এই চাকরিটা পাই আমি এইটা করব ওইটা করব। আমি যদি পরিক্ষায় ভাল মার্কস পাই তাহলে আমি এই করব এই করব। অমুক ভার্সিটিতে এডমিশন হব। এরপর যখন প্লান অনুযাই তা হয়না তখন সে কষ্ট পায় অনেক সময় হাল ছেরে দেয় অনেকে সুইসাউড করে। ইত্যাদি ইত্যাদি।

কিন্তু বেশির ভাগ মানুষের কাছে ব্যার্থতার কোন প্লান থাকেনা। যেমন আমি যদি জব টা না পাই তাহলে কি করব? রেজাল্ট যদি ভাল না হয় তাহলে কি করব? যদি আপনার কাছে ব্যার্থতার প্লান থাকে অবস্যই আপনি একদিন সফল হবেন। তাই ব্যার্থ কিভাবে হবেন সে চিন্তা না করে ব্যার্থতার প্লান তৈরি করুন কারন আপনি অটোমেটিক কোন না কোন ভাবে ব্যার্থ হবেন এভাবেই আপনার আমার লাইফ এর ডিজাইন করা।

ধন্যবাদ।

No comments:

Post a Comment