ধরুন কাল আপনি কি খাবেন জানেন না। কারন খাবার কেনার মত অর্থ নেই। কাল আপনি কোথায় ঘুমাবেন জানেন না। কারন মাথার উপোর সাদ নেই। তখন আপনি কি করতেন?
রাস্তায় রাস্তায় ঘুরতেন কোথাও একটা কাজ পাওয়া যায় কি না। কাছে দুরের যত পরিচিত জন আছে সবার সাথে যোগাযোগ করতেন কেউ একটা কাজ ম্যানেজ করে দিতে পারে কি না। কারন কাজ আপনায় করতেই হবে যে কোন মুল্যে। তাছারা আপনার খাওয়া কিছু নেই। যদি কোন ব্যবস্তা নাও হয় অন্তত কোন হোটেলে তিন বেলা খাওয়ার চুক্তিতে আপনি কাজ করতেন।
আপনি কি ধরতে পেরেছেন কেন আপনি বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছেন না?
জ্বি, আপনি ঠিক ধরেছেন। আপনি এই জন্য বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছেন না। কারন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হতে পারছেন না। আপনি কাজ করেন আর নাই করেন। ভাত যোগারের জন্য কেউ আছে। থাকার একটা জায়গা আছে। মানুষ তখনি জীবনের সবটুকু দিয়ে লরাই করে যখন পিছনে ফিরবার পথ থাকে না। আপনার সেই পথ টা আছে। তাই আপনি আপনার সবটা দিচ্ছেন না। তাই আপনি বেকার। আপনি যেখানেই থাকুন শহরে চলে আসুন আর ভাবুন আমি আমার ফ্যামিলি থেকে কোন সাপোর্ট নিব না, উলটা আমি দেব এখন যে কোন মুল্যেই। দেখবেন কোন না কোন কাজ ঠিকি যোগার করেছেন।। মুক্তি মিলেছে বেকারত্ব থেকে।
ধন্যবাদ।
No comments:
Post a Comment