আমার উত্তরটা একটু ভিন্ন হতে যাচ্ছে তাই একটু নড়েচড়ে বসুন।
আপনার বয়স যদি হয় ২৫ আপ আর আপনি বেকার কিন্ত আপনার ওয়াইফ ও আপনার নিজের খরচ সংসার এর উপোর দিয়ে চলে যাবে বাবার মোটামুটি সামর্থ আছে তাহলে বিয়ে করতে চাওয়াটা খারাপ কিছু না বরং আমি তাদের বলি বিয়ে কর।
কেন?
আপনি আজ বা কাল কোন না কোন কর্ম তো অবস্যই করবেন চাকরি হোক বা ব্যাবসা আপনার যদি তা করতে করতে অনেক সময় লেগে যায় আপনি আপনায় জীবনের অনেক গুরুতপুর্ন সময় হারিয়ে ফেলবেন। আর যখন আপনি কর্মজীবনে যাবেন এমন ফ্রি সময় আর থাকবে না। চাকুরি করল হয়ত ৭-১০ দিনের ছুটিতে বিয়ে টা সারতে হবে গা থেকে বিয়ের গন্ধ না সুকাতেই আবার কর্ম জীবনে ফিরতে হবে। বেকার থাকার সময় গুলোতে একে অপরকে যতটা কাছে পাবেন পরে আর তা পাবেন না। সেই সাথে জীবনের কিছু কঠিন পাঠ ও সিখবেন। যে সমাজের দোহাই আপনি দেন যাদের কথা চিন্তা করেন তারা আপনায় নিয়ে কি চিন্তা করে তার ধারনা হবে। কাছের মানুষ গুলো কিভাবে এক্সেপ্ট করছে আপনাদের ইত্যাদি ইত্যাদি অনেক গুরুতপুর্ন বিষয় আপনি শিখে ফেলবেন আমি আবারো বলছি কিছু তো একটা আপনি করবেন আজ নয়ত কাল কিন্তু এই ভালবাসবার সময় পরিপার্শিক অবস্তা আর ফিরে আসবে না। মন মানুশিকতা, আগ্রহ ও আর আগের মত থাকবে না। তাই বিয়ে করুন। আমি অনেক, অনেক না হাজার হাজার দেখেছি বউ নিয়ে এসেছে কুরে ঘরে আজ তারা ফ্লাটে। আপনি চার পাশের প্রতেকটা মানুষকে দেখেন বিয়ের আগে তাদের কত টুকু সম্পদ ছিল পরে কত? ৮৫% লোকের বিয়ের আগে না তেমন বাড়ি ছিল না গাড়ি না সম্পদ বিয়ের পর সব হয়েছে আস্তে আস্তে হয়ত সময় লাগবে।
কথায় আছে বৌ সাথে সৌভাগ্য নিয়ে আসে।
(এখানে আমার ব্যাক্তিগত ভাবে মুল্যবান মনে করি তেমন একটা কথা বলে যাই এমন বেকার অবস্তায় কিন্তু অনেকেই বউ দিতে চাইবে না অনেক মেয়েও বিয়ে করবে না যে মানুষ গুলো আপনার ক্যারিয়ার দেখে বিয়ে করছে নাকি আপনি যেমন তেমন দেখেই বিয়ে করছে কাকে আপনি চান? যেই মানুষটা আপনার বেকার জীবনে পাশে ছিল ভবিষত বাড়ি গাড়ির সেই আসল হকদার। কিন্তু পরে বিয়ে করলে এটা বুঝবেন না আসলে সে আপনি বেকার হলে আপনার পাশে থাকত কি না)
কিন্তু আপনার যদি দুজন কোন ভাবে খাওয়া পরারো অবস্তা না থাকে তাহলে বিয়ে থেকে দূরে থাকুন। অথবা আপনি কর্ম করলেও আপনার পরিবার ও ভাই বোন এর দায়িত্ব আপনার উপোর এবং এ দায়িত্ব সামলাতেই আপনি হিমশিম খাচ্ছেন তবুও বিয়ে করবেন না আগে। একটু গুছায় নিন।
কারন বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্তায় ভালবাসার থেকে আর্থীক সচ্ছলতা বেশি গুরুতপুর্ন।
শুভকামনা রইল।
No comments:
Post a Comment