১. একটি ভাল এবং মোটা অংকের রোজগারের ব্যবস্থা। এটি আমাদেরকে খুশি করে এমন অন্য জিনিসগুলো পেতে সাহায্য করে। নিজের ভাল লাগে এমন একটি কাজ আর সাথে আয়ও ভাল, এতো সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা।
২. প্রিয় মানুষের প্রেমে পড়া এবং একজন উপযুক্ত জীবন সঙ্গী পাওয়া।
৩. ভাল খাবার, এটি আমাদেরকে তাৎক্ষণিক আনন্দ দেয়। পছন্দের খাবারগুলো টেবিলে পরিবেশিত হলে পৃথিবীর যেকোন মানুষ খুশি হয়।
৪. সপ্তাহান্তে বন্ধুদের সাথে ভাল সময় কাটানো, একটা জম্পেস আড্ডা বা স্রেফ তাস খেলে সময় কাটানো আপনাকে খুশি করতে বাধ্য।
৫. কর্মক্ষেত্রে লম্বা একটা দিন অতিবাহিত করার পর বাসায় ফিরে হালকা গরম পানিতে গোসল করা। তারপর আয়েশ করে সোফায় হেলান দিয়ে টিভিতে পছন্দের কোন অনুষ্ঠান দেখতে বসা।
৬. গরীব বা দুস্থদের সাহায্য করার ক্ষমতা থাকা বা এমন কিছু করার জন্য সময় বের করা যা আমাদেরকে একই সাথে সুখ ও স্বস্তি দেয়।
৭. সপ্তাহের মাঝখানে একটা ছুটির দিন বা সপ্তাহান্তে একদিন বাড়তি সরকারী ছুটি পেলে কার না মন খুশি হয় বলুন।
৮. বস কোন কারণে অফিসে না থাকলে সময়টা নিশ্চিত ভাল কাটে।
৯. পছন্দের সুপার সপে মূল্যহ্রাসের অফার আসলে আমরা খুশি হই ।
১০. ফুড পান্ডা বা অন্য কোন খাবার সরবরাহকারী এপ খাবারের মূল্যে বড় ছাড় দিলে খুশি হই ।
১১. নিজের সাজানো গোছানো একটা ফ্লাট থাকা, যেখানে বড় জানালা থাকবে, প্রশস্ত ব্যালকনি থাকবে, ছাদের কোনায় একটু বাগান থাকবে। একটু কি বেশি হয়ে গেল!
১২. শারীরিকভাবে সু্স্থ ও স্বাস্থ্যবান থাকা।
No comments:
Post a Comment