Wednesday, January 20, 2021

কিছু ঘোর লাগানো ছবি শেয়ার করতে পারবেন কি?

অবিশ্বাস্য ছবি ভাগাভাগি করতে পারবো না। তবে অবিশ্বাস্য সুন্দর ছবি ভাগাভাগি করতে পারি।

উইকিমিডিয়া কমন্সের আয়োজিত Picture of the Year প্রতিযোগিতা থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে।

  • আলাস্কার বিয়ার লেকের ওপরে উত্তরের আলো। (২০০৬ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • ইংল্যান্ডের বোর্ডওয়ে টাওয়ার (২০০৭ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • Horses on Bianditz mountain in Navarre, Spain (২০০৮ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • স্বর্ণ মন্দির থেকে স্নান সেরে উঠছেন শিখ তীর্থযাত্রী। (২০০৯ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • চিলিতে ইউরোপীয় দক্ষিন মানমন্দিরের প্যারানাল অবজারভেটরি (২০১০ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • নরওয়ের একটি লেক (২০১১ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • ফ্রান্সে ইউরোপিয়ান মৌমাছি খাদক পাখির জোড়া (২০১২ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • দূর্বল কাচের বাল্বের মধ্যে জ্বলন্ত ফিলামেন্ট (২০১৩ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • জুলিয়া প্রজাপতি কচ্ছপের অশ্রু পান করছে (২০১৪ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • প্লুটো (২০১৫ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • Jubilee এবং Munin নামের দুটি কাক (২০১৬ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • ব্রাজিলে Phyllomedusa rohdei প্রজাতির দুটি পুরুষ ব্যাঙ (২০১৭ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
  • টর্নেডোর চলাকালীন আটটি ছবির সমন্বিত রূপ (২০১৮ সালের Picture of the Year বিজয়ী ছবি।)

No comments:

Post a Comment