অবিশ্বাস্য ছবি ভাগাভাগি করতে পারবো না। তবে অবিশ্বাস্য সুন্দর ছবি ভাগাভাগি করতে পারি।
উইকিমিডিয়া কমন্সের আয়োজিত Picture of the Year প্রতিযোগিতা থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে।
- আলাস্কার বিয়ার লেকের ওপরে উত্তরের আলো। (২০০৬ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- ইংল্যান্ডের বোর্ডওয়ে টাওয়ার (২০০৭ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- Horses on Bianditz mountain in Navarre, Spain (২০০৮ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- স্বর্ণ মন্দির থেকে স্নান সেরে উঠছেন শিখ তীর্থযাত্রী। (২০০৯ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- চিলিতে ইউরোপীয় দক্ষিন মানমন্দিরের প্যারানাল অবজারভেটরি (২০১০ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- নরওয়ের একটি লেক (২০১১ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- ফ্রান্সে ইউরোপিয়ান মৌমাছি খাদক পাখির জোড়া (২০১২ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- দূর্বল কাচের বাল্বের মধ্যে জ্বলন্ত ফিলামেন্ট (২০১৩ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- জুলিয়া প্রজাপতি কচ্ছপের অশ্রু পান করছে (২০১৪ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- প্লুটো (২০১৫ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- Jubilee এবং Munin নামের দুটি কাক (২০১৬ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- ব্রাজিলে Phyllomedusa rohdei প্রজাতির দুটি পুরুষ ব্যাঙ (২০১৭ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
- টর্নেডোর চলাকালীন আটটি ছবির সমন্বিত রূপ (২০১৮ সালের Picture of the Year বিজয়ী ছবি।)
No comments:
Post a Comment