Friday, January 1, 2021

কান্ডজ্ঞান (Common Sense) বাড়ানোর কী কী উপায় আছে?

কমনসেন্স বলতে একটি মানুষের খুব সাধারন জ্ঞান কে বোঝায়। যা প্রতিটি মানুষের মধ্যে থাকার দরকার। এই সাধারন জ্ঞান গুলো যে মানুষের মধ্যে থাকে না, আমরা তাকে কাণ্ডজ্ঞানহীন বলি। প্রতিটি কাজের একটি সাধারণ নিয়ম রয়েছে আর এই সাধারণ নিয়ম গুলো যারা বোঝে না তারাই হচ্ছে কাণ্ডজ্ঞানহীন মানুষ। ধরুন একজন মানুষ জনসাধারণের চলাচলের রাস্তার মাঝে বসে আছে যেটা কোন নিয়মের মধ্যে পড়ে না। তখন ওই মানুষটিকে আমরা কাণ্ডজ্ঞানহীন বলি কারণ তার উচিত ছিল যে কোন একটি সাইটে দাঁড়ানো রাস্তার মাঝে নয়।

১. কোনো কথা বা কাজ করার আগে একবার ভাবুন আপনি যে কথাটি বা কাজটি এখন করতে যাচ্ছেন সেটা কি উচিত, না অনুচিত একটু ভেবে চিন্তা করে তারপর কাজটি করুন।

২. সব সময় ভদ্র এবং ভালো আচরণ করার চেষ্টা করুন

৩. সমাজ ও মানুষের মর্যাদা বোঝে মানুষের সাথে ভালো ব্যবহার করুন

৪. কেউ যদি তোমার ফোন রিসিভ না করে কেটে দেয় তারপর বারবার তাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না

৫. অন্যের যে কাজগুলো দেখার পর তোমার খারাপ লাগে সে কাজগুলি যদি তোমার মধ্যে থাকে সেগুলো ছেড়ে দাও। তোমার কাছে যে কাজগুলি খারাপ মনে হয় সেগুলো আরো অন্য দশজনের কাছেও খারাপ

৬. যখন অন্য একজন কথা বলবে তাকে থামিয়ে দিয়ে আপনি কথা বলা শুরু করবেন না। তার কথা শেষ করার পর আপনি আপনার কথা শুরু করবেন

৭. ছোট ছোট ভুল করা থেকে নিজেকে বিরত রাখুন

৮. অন্যজনের বিরক্তির কারণ হয় এমন কাজ থেকে নিজেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন

৯. অন্যজনের কিছু ব্যবহার করলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন

১০. কারো সাথে কথা বলতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর ওপর নজর রাখুন

কমনসেন্স এটা সাধারণত পরিবেশ ও পরিবারের উপর নির্ভর করে ।তাই আপনি কোন কিছুর পরিবেশ না বুঝে আপনার নিজের মতো করে কোন আচরণ করবেন না। যে সম্পর্কে আপনার জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলতে যাবেন না, যদি কেউ কথা বলে আপনি চুপ করে শুধু শুনবেন। না জেনে না বুঝে তর্কে জড়াবেন না। কোন একটি বিষয় না জানার কারণে আপনার সম্মান নষ্ট হবে না কিন্তু না জেনে না বুঝে তর্কে জড়ালেন আপনার সম্মান নষ্ট হবে।

No comments:

Post a Comment