1.বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা সবসময় কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে।– প্লেটো
২..সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে। আর অসাধারন সফল মানুসেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ করতে থাকে।–ব্রায়ান ট্রেসি
3. অপরের প্রতি বিশ্বস্ত হতে গেলে আগে নিজের প্রতি বিশ্বস্ত হও। -টমসন
4.আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম গুঢ় তত্ত্ব। -এমারসন
5.আদর্শ হচ্ছে এমন এক প্রহরী, যা মানুষকে সৎ পথে চলতে শেখায়। -স্পেন্সার
6.সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক কথা নয়। সুবিধা পেলে অনেকই সফল হতে পারে। অনেককে জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয়- সে ই প্রকৃত সাফল্য অর্জন করে।.
7.কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। -অলিভার গোল্ডস্মিথ
8.খ্যাতি ও যশকে সবাই ধরে রাখতে পারে না। -মেকলে
9.চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান, গৌরব আভিজাত্য সবই বৃথা। –
10. . সাফল্যের জন্য তোমাকে তিনটি মুল্য দিতে হবেঃ ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া।–লয়েড
No comments:
Post a Comment