Monday, December 21, 2020

কোন বিষয়টা আপনার মনে ভীতি সঞ্চার করে?

১। অকারণে যখন কেউ, ভূয়সী প্রশংসা করেন, তখন ভয় লাগে,

২। ডাক্তারবাবু যখন পরীক্ষা, নিরীক্ষার রিপোর্ট দেখে, গুম মেরে রোগীর মুখের দিকে নি:শব্দে তাকিয়ে থাকেন, কিছুই বলেন না, তখন, ভয় লাগে,

৩। অফিসের সহকর্মী যখন, নিজের ডেস্কের জরুরী কাজ পেন্ডিং রেখে, বারবার না করা সত্ত্বেও, উপযাচক হয়ে, অন্যের ডেস্কের কাজ তুলে দেয়ার জন্য, উঠে পড়ে লাগেন, তখন, ভয় লাগে,

৪। মাঝ আকাশে উড়তে থাকা প্লেনের মাঝে, যখন হঠাৎ করেই বিমান সেবিকা ঘোষণা করেন, "please fasten your seat belt", we are experiencing turbulance, তখন, ভয় লাগে,

৫। ফোনে হ্যালো বলা মাত্রই যখন ওদিক থেকে কেউ বলেন, একটা sad news, তখন, ভয় লাগে,

৬। যখন গভীর রাতে, বাড়ীর পাশ দিয়ে চলে যাওয়া, এম্বুলেনসের আওয়াজ শুনি, তখন, ভয় লাগে,

৭। যখন পাড়াতে পাশের বাড়ীর মেয়েটি এসে, মোবাইলে ফটো দেখিয়ে বলে,

"কাকু, বাড়ী থেকে রাজী হচ্ছে না, কিনতু আমি, ওকেই বিয়ে করবো, দারুণ ছেলে।

যখন জিজ্ঞেস করি,

"কেমন করে যোগাযোগ" ?

হাড় হিম করে দেয়ার মতো, আসে উত্তর,

"ফেসবুকে।

উচ্চশিক্ষিত, প্রচুর টাকা পয়সার মালিক, প্রায়ই বিদেশে ট্যুরে যায়, সামনাসামনি দেখা হয় নি, ফোনে কথা হয়েছে, ওর প্রোফাইল দেখলে, তুমিই বলবে, কী দারুণ ছেলে"

ভয় লাগে আমার।

মেয়েটির কথা ভেবে, ভয়ে সিঁটিয়ে থাকি আমি।

আর, যখন আমাকে উত্তরদাতা হিসেবে নির্বাচন করে কেউ পাঠান প্রশ্ন,

"ভূতের সাথে দেখা হয়েছে কখনো আপনার" ?

দেখা তো হয়েছেই,

লিখতেও চাই, কিনতু, পারি না,

কারণ ?

লিখতে গেলে যে, কেবলই আমার ডর লাগে।

ধন্যবাদ।

No comments:

Post a Comment