- বর্তমানে কর্মজীবনের জন্য আর চিরাচরিত ডিগ্রী পড়াশুনার উপর নির্ভরশীল থাকলে হবে না। প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে সময় উপযোগী বিভিন্ন রকম শিক্ষা যেমন প্রোগ্রামিং কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ডাটা সায়েন্স, ডাটা স্ট্রাকচার, ক্লাউড স্টোর- এ ব্যাপারে যথোপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। তবেই তুমি আগামী দিনের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকবে।
- ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, উইচ্যাট, ইমো, টিকটক, ইউটিউব ফানি ভিডিও দর্শন- এসব তোমাকে মনে তাৎক্ষণিক আনন্দ দিলেও পেটে ভাত দেবে না। মনে রাখবে যারা এখানে দর্শক অথবা শ্রোতা তারা সারাজীবন গরিব থেকে গরিবতর হবে।
- সরকারি চাকরির বাহিরেও এক বিশাল কর্মজগতের উপস্থিতি আছে।
- পিতা-মাতা তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী এবং জীবনের সর্বোত্তম পথ প্রদর্শক হতে পারে। তোমার কোন বন্ধু হতে পারেনা।
- বেকার জীবনের প্রেম ভালোবাসা তোমার কর্মজীবনের প্রবেশ পথ দীর্ঘায়িত করবে।
- রাস্তার খাবরে স্বাদ থাকলেও, পুষ্টিগুণ থাকে না এবং শরীরের পক্ষে ক্ষতিকারক
- সংবাদমাধ্যমে কখনোই সংবাদ দেখানো হয় না। বিজ্ঞাপনের মাঝে কখনও কখনও সংবাদ দেখানো হয়।
- বড় হয়েও মিকি মাউস দেখা মোটেই বাচ্চামো নয়।
- ভারতবর্ষে ক্রিকেট কোন খেলা নয়। এটি একটি ব্যবসা মাত্র। আইপিএল কোন ক্রিকেট প্রতিযোগিতা নয়, এটি বিভিন্ন ক্রিকেটারদের 100 দিনের কাজের মত।
- ব্যক্তি স্বাধীনতা কখনোই তোমাকে দেশকে বদনাম করার অধিকার দেয় না।
- কলেজ বা বিশ্ববিদ্যালয় কোন পার্টি অফিস নয়। রাজনীতি করতে হলে রাজনৈতিক দলে যোগদান করুন। শুধু শুধু কলেজে গিয়ে জনগণের টাকা ধ্বংস করছেন কেন। আর দয়া করে কোন ছাত্রনেতা বড় হয়ে মহান হয়েছে এসব উদাহরণ দেওয়া বন্ধ করুন।
- গরু, ছাগলকে তার নিজের খাদ্য যোগান করার জন্য তেমন কোনো সংঘর্ষ করতে হয় না। মাঠে গেলেই হল। অনেক ঘাষ পেয়ে যায়। কিন্তু বাঘ সিংহ কে প্রতিদিন সংঘর্ষ করে শিকার ধরে তারপর নিজের খাদ্যের যোগান করতে হয়। কখনোই হরিণ বা গরু তার মুখের সামনে আপনাআপনি আসেনা। এবার তুমি নিজেই ঠিক করো, তুমি নিজেকে কিরূপে দেখো।
- যার নিজের ঘর কাঁচের তার অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়।
- তুমি খারাপ নও, তোমার সময় খারাপ চলছে।
- Quora তে লিখে অর্থ উপার্জন করা না গেলেও মনের শান্তি বৃদ্ধি করার সাথে সাথে সম্মান ও যথেষ্ট অর্জন করা যায়।
Sunday, December 27, 2020
নতুন প্রজন্ম কোন জিনিসগুলো বুঝতে চায় না?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment