Thursday, December 10, 2020

১। যখন দরকার তখন কথা বলবে।

২। অজ্ঞলোকের সাথে তর্কে যাবে না।

৩।বিষাক্ত লোকদের দূরে রাখবে।

৪।সামাজিক মাধ্যমে অযথা সময় নষ্ট করবে না।

৫। বেশিরভাগ সময় শান্ত,চুপচাপ এবং ফূর্তিতে থাকবে।

৬।পড়তে এবং শিখতে ভালোবাসবে।

৭।পরিস্থিতি শান্তভাবে মুকাবেলা করতে জানবে।

৮।প্রাজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে থাকবে।

৯।লোকাল নিউজের পাশাপাশি গ্লোবাল নিউজে গুরুত্ব দিবে।

১০।অল্প কিছু ফিল্ডে গভীর আগ্রহ থাকবে।

১১।বিশ্লেষণাত্বক হবে।

১২।কথা বলবে স্পষ্টভাবে।

১৩।শুধু বক্তা হবে না,শ্রোতাও হবে।

১৪।দাম দেখে বস্তুর মূল্যায়ন করবে না।

১৫।সময় নষ্ট করবে না।

১৬।সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করবে।

১৭।অপরকে অনুপ্রেণা দিতে ভালোবাসবে।

১৮।সমস্যার পিছে লেগে থাকবে না,সমাধানের জন্য চেষ্টা করবে।

১৯।উপসংহারে যাওয়ার আগে দেখবে, ব্যাখ্যা করবে এবং বোঝার চেষ্টা করবে।

২০।ভাল বক্তা হবে'।

No comments:

Post a Comment