Sunday, December 20, 2020

কোন কোন ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয় বলে আপনি মনে করেন?

  1. নির্দ্বিধায় "না" বলার সময়ে।
  2. নিজের মত এবং সিদ্ধান্ত প্রকাশ করার সময়ে।
  3. নিজের কোনো অসুস্থতা বা শারীরিক সমস্যার কথা ডাক্তারকে জানানোর সময়ে।
  4. বিভিন্ন ধরনের তথ্য এবং জটিলতা উকিলকে জানানোর সময়ে।
  5. বিবাহের পূর্বে হবু স্বামী বা স্ত্রীকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার সময়ে।
  6. মাসিক স্রাবের সম্পর্কে কথা বলার সময়ে।
  7. লিঙ্গ নির্বিশেষে, নিজের সাথে ঘটে যাওয়া কোনো অপ্রীতিকর এবং অশালীন আচরণ সম্পর্কে কাউকে জানানোর সময়ে।
  8. নিজের ব্যর্থতার কথা ভেবে।
  9. যখন কোনো বন্ধু মজা করার আড়ালে আঘাত করে কথা বলে, তার প্রতিবাদ করার সময়ে।
  10. জীবনের যে কোনো ক্ষেত্রে অমানবিকতার বিরুদ্ধে কথা বলার সময়ে।
  11. কোরাতে কোনো উত্তর লেখার সময়ে ;-)

আমার মতে, উপরিউক্ত সময়ে এবং ক্ষেত্রে, লজ্জা না পেয়ে নিজের মনের কথা ব্যক্ত করা উচিত।

No comments:

Post a Comment