কোন জিনিস বা কাজগুলি আপনি (জীবনে) কখনই করেন নি?
- পরীক্ষায় কোনোদিন ফেল করি নি😁(একবার ফেল করার ইচ্ছা আছে)
- কখনো সামনাসমনি সমুদ্র দেখি নি😔
- ভাইদেরকে কোনোদিন মারি নি
- নিজের ক্রাশের সাথে দেখা করতে পারিনি😪
- কোনো বিদেশির সাথে দেখা করতে পারিনি।
- এখনো আরবি ভাষা শিখতে পারি নি
- স্কুল ছুটি হয়ার পর সোজা বাসায় যাই নি।(এদিক ওদিক ঘুরছি কতোক্ষণ)
- কখনো কোনো ফ্রেন্ডের বাড়িতে অকারণে যাই নি।
- স্কুলে কখনো ১০০% উপস্থিত হত পারি নি😔(হাইয়েস্ট ৯২% পেরেছিলাম)
- কাউকে ইচ্ছা করে কষ্ট দেই নি।
- পুকুরে সাঁতার কাটতে পারিনি।
- পুরো সিলেট শহর ঘুরে দেখিনি।
- বাংলাদেশের বাহিরে যাই নি ।
- কোনো বিদেশি ফ্রেন্ডকে দেখিনি।(শুধু কথা বলছি।তাদের ছবিও দেখিনি)
আরো অনেক কিছু করিনি।
No comments:
Post a Comment