Saturday, December 12, 2020

  1. সর্বদা ভাবুন আপনার স্ত্রী আপনার প্রিয় বন্ধু, প্রিয় বন্ধুকে নিশ্চয়ই কেউ কখনো আঘাত দিয়ে কথা বলে না। প্রিয় বন্ধুকে বেশিক্ষণ না দেখতে পারলে মন খারাপ করে। এরকম চিন্তা ভাবনার মাধ্যমে আপনার স্ত্রী সর্বদা খুশি থাকবে
  2. স্ত্রী প্রতি যদি অনাবশ্যক রাগ হয়ে থাকে, সঙ্গে সঙ্গে ভাবুন উনি আপনার স্ত্রী নয় আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষ। ঠিক আপনার অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষের মতই। এবার আপনিই বলুন ,যতই রাগ হয়ে থাক না কেন আপনি কি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডায় যাওয়ার সাহস দেখাবেন! এই কথাটি মানলে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে
  3. স্ত্রীকে কখনোই অন্য কোনো নারীর সাথে তুলনা করবেন না। এটা সবথেকে খারাপ জিনিস কোন একটি স্ত্রী'র পক্ষে
  4. আপনার কথার আওয়াজের ডেসিবেল যেন আপনার স্ত্রী আওয়াজে র থেকে সর্বদা কমই থাকে
  5. স্ত্রী'র জন্মদিন অথবা গুরুত্বপূর্ণ কোন দিনে চমক দিতে কখনোই ভুলবেন না। চমক জিনিসটা ওনারা খুব পছন্দ করেন
  6. কোন অবস্থাতেই অথবা কোন পরিস্থিতিতেই স্ত্রীকে অন্য কোনো ব্যক্তির সামনে অসম্মান করবেন না।
  7. অফিসের কাজের কথা বেশি আলোচনা করবেন না স্ত্রীর সাথে।
  8. আপনি কখনোই আপনার প্রভাব স্ত্রী উপর দেখাবেন না
  9. স্ত্রী'র পরিবারকে কখনো অসম্মান করবেন না
  10. যখন স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন তখন পুরো সময়টা যেন উনার সাথে ই অঙ্গীকারবদ্ধ থাকে। একান্ত অবস্থায় কখনোই অনাবশ্যক আলোচনা করবেন না

আশা করি এই সকল বিষয়গুলি আপনি যদি গুরুত্ব সহকারে অনুসরণ করেন আপনার বৈবাহিক জীবন সুখী হতে বাধ্য

No comments:

Post a Comment