Tuesday, December 8, 2020

আসসালামুয়ালাইকুম। এমন অনেক কাজ আছে, আমরা ইচ্ছাকৃতভাবে করতে চাইনা. পরিস্থিতির কারনে আমাদেরকে করতে হয়।. আবার এমন অনেক কাজ আছে, যা আমরা ভুলবশত করে ফেলি।

মানুষের জীবনে ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু কিছু ভুল করাটা আমাদের উচিত নয়। আর আমি ভুল করেও যে কাজগুলো করতে চাই নাঃ

১। অকারণে কাউকে কষ্ট দিতে চাইনা।

২। বাবা-মাকে অসম্মান করতে চাই না, কখনো কষ্ট দিতে চাইনা।

৩। পরনিন্দা ও গীবত করতে চাইনা।

৪। কখনো খুন করতে চাই না।

৫। কাউকে অপমান করতে চাই না।

৬। দুশ্চিন্তা করতে চাইনা।

৭। পরিবার থেকে দূরে থাকতে চাই না।

৮। বিলাসবহুল জীবনযাপন করতে চাই না।

৯। শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করতে চাইনা।

১০। ঘুষ দিতে চাইনা এবং নিতেও চাইনা।

ধন্যবাদ

No comments:

Post a Comment