আল্লাহ যাদেরকে ভালোবাসেন না এবং পছন্দও করেন না
• আল্লাহ কাফেরদিগকে ভালবাসেন না (সুরা আলে ইমরান আয়াত-৩২)
• আল্লাহ অত্যাচারীদেরকে ভালবাসেন না (সুরা আলে ইমরান আয়াত-৫৭)
• আল্লাহ দাম্ভিকদেরকে ভালবাসেন না (সুরা আল কাছাছ আয়াত-৭৬)
• আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না (সুরা আল কাছাছ আয়াত-৭৭)
• নিশ্চয়ই আল্লাহ ধোকাবাজ, প্রতারককে পছন্দ করেন না (সুরা আল আনফাল আয়াত-৫৮)
মহান আল্লাহ অপছন্দ করেন, এমন কোন বিষয় আমাদের কারো মধ্যে নেই এমন বিষয় তা যদি অন্যকে মানার জন্য উপদেশ দান করি। (সুরা সফ আয়াত-২
No comments:
Post a Comment