Sunday, December 20, 2020

  1. বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, স্ত্রী, সন্তান। কেউ আপনার আপন না। পৃথিবীর সকল সম্পর্কের পেছনে কারণ এবং আদান-প্রদান থাকে।
  2. মেয়েরা সবক্ষেত্রে অবহেলিত না। বরং অনেক ক্ষেত্রেই এরা পুরুষ থেকে অনেক অনেক বেশী সুবিধা পেয়ে থাকেন।
  3. সিনেমা-নাটকের জগত থেকে বাস্তব আকাশ পাতাল তফাৎ।যেমন অধিকাংশ সিনেমায় দেখানো হয় নায়ক- নায়িকা ঘিরে সমাজ আবর্তিত বা ঘটনা ঘটছে। বাস্তবে ঠিক তার উল্টো।
  4. সাফল্য লাভ করতে হলে সবথেকে বড় হল তিনটি বিষয়। ভাগ্য, পরিশ্রম আর ইচ্ছা। এই তিনের যেকোনো একটা অনুপস্থিত থাকলে আপনার পক্ষে কিছুই করা সম্ভব না। কোন স্রষ্টা আপনার হাতে এসে কিছুই তুলে দিবেন না বা উনার কৃপায় পরিস্থিতির কোন হেরফের হয় না।
  5. বিবাহের ক্ষেত্রে ভিক্টীম মূলত ছেলেরা। আপনি যাই করেন না কেন, ১০০ সাফল্য লাভ করলেও আপনার কোন না কোন ক্ষুত মেয়ে পক্ষ বের করবেই। আর এটা সমাজ মেনেও নিয়েছে।
  6. কখনও মেয়েদের কাছে সম্পূর্ন খোলা মনে কথা বলতে যাবেন না বা সব কিছু বলতে যাবেন না। কারণ দিনের শেষে সেই মেয়ে তার বাবা-মায়ের টান টানবে। তখন আপনার দূর্বল পয়েন্টে সে আঘাত করতে ১ মিনিটও ভাববে না।
  7. সৌন্দর্য অবশ্যই মেটার করে। লম্বা ছেলেরা কোন কিছুর কেন্দ্রে যতটা সহজে যেতে পারে খাটো ছেলেরা পারে না। পৃথিবীর মেক্সিমাম সিইও কিন্তু হাইটে লম্বা। এমনকি মেয়েদের ক্রাশের তালিকায় লম্বা ছেলেদের দেখা যায় বেশী। কিন্তু উল্টো মেয়েদের বেলায় বলা হয় সৌন্দর্য দিয়ে মেয়েদের বিচার করতে নেই। ছেলেদের বেলায় সেম নিয়ম নেই। আমাকে অনেকেই এখানে মেল শভিনিষ্টিক বলবেন কিন্তু এটা বাস্তব।
  8. সকল ধর্মই নিজেদের শ্রেষ্ঠ বলে এবং নিজেদের বাইরের যারা তাঁদের ঘৃণা করতে শেখায়। ধর্ম বিভেদ আনে বা আনছে। আমি জানি এর জন্য কোরা আমার এই উত্তর ব্লক করবে কারণ ইদানিং এখানে মুক্ত মনে কিছুই লেখা যায় না। তবে যা লিখেছি তা ঠান্ডা মাথায় ভেবে দেখুন। বা ধর্ম গ্রন্থগুলো পড়ুন।
  9. গরীব মানেই যে সে অসহায় তা নয়। বেশীরভাগ সময় চাকরিজীবী ভদ্র মানুষরা খেটে খাওয়া মানুষদের দ্বারা এমন অপমান হয় যে সমাজ তা মেনে নিতে বলে সে ব্যাক্তির ভদ্রতার দোহাই দিয়ে। আসলে এরা এইসব ভদ্র মানুষদের সুজোগ নেয় বৈকি।
  10. শেষমেশ , মিডীয়া বা সরকার আপনাকে যা দেখায় তা ৯০% মিথ্যা। আপনার চিন্তাকে এরা প্রভাবিত করতে চায় এদের মত করে তৈরি করা সংগাতে। মিডিয়ার মাধ্যমগুলো যদি প্রভাবিত করে তাহলে মনে রাখবেন আপনি পৃথিবীর বোকাদের মাঝে একজন।

No comments:

Post a Comment