Sunday, December 6, 2020

  • সদা সত্য বলুন।
  • যা অপছন্দ বা ঘৃণা করেন তা করা থেকে বিরত থাকুন।
  • যে কোন কাজ এমনভাবে করুন যাতে আপনার কার্যবিবরণী সম্পর্কে সত্য বলতে পারেন।
  • যা তাৎপর্যপূর্ণ তা অনুসরণ করুন, শুধু সুবিধাজনক বা সমীচিন বিবেচনায় কোন কিছু অনুসরণ করা থেকে বিরত থাকুন।
  • আপনাকে যদি বাছাই করতে হয় তাহলে সেটাই বাছাই করুন যেখানে আপনাকে কাজ করতে হবে, লোক দেখানো কাজ করা থেকে বিরত থাকুন।
  • চোখ কান খোলা রেখে চলুন, মনোযোগ ঠিক রাখুন।
  • আপনি যদি শ্রোতা হন তাহলে ধরে নিন বক্তা এমন কিছু জানে যা আপনার জন্য প্রয়োজনীয়। শোনার সময় যথেষ্ট মনোযোগ দিয়ে শুনুন যাতে বক্তা আপনার প্রয়োজনীয় কথাটি আপনাকে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
  • সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে সঠিক পরিকল্পনা ও সেগুলোর সযত্ন বাস্তবায়ন করুন।
  • ভালো খবর গুলো কাদেরকে জানাবেন তা নির্বাচনে সতর্ক হোন।
  • খারাপ খবর গুলো কাদেরকে জানাবেন তা নির্বাচনেও সতর্ক হোন।
  • যেখানেই যান সেই জায়গার জন্য অন্তত একটি ভাল কাজ করুন।
  • ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান তা ভাবুন এবং সে দিকে একমনে লক্ষ্য স্থির করুন।
  • নিজেকে উদ্ধত, অহংকারী বা ক্ষুব্ধ হতে দেবেন না।
  • বাসার একটা রুম যত বেশি সম্ভব সুন্দর করে সাজিয়ে রাখুন।
  • অন্য একজনের বর্তমান অবস্থানের সাথে নিজের তুলনা করবেন না বরং গতকালের আপনার সাথে আজকের আপনার তুলনা করুন।
  • যে কোন অন্তত একটি বিষয়ে নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে চেষ্টা করুন, তারপর ফলাফল দেখুন।
  • অতীতের কোন স্মৃতি যদি আপনাকে আজো কাঁদায়, তাহলে তা যত্ন সহকারে এবং সম্পূর্ণ আকারে লিখে রাখুন।
  • চেনাজানা মানুষদের সাথে যোগাযোগ রক্ষা করুন।
  • সামাজিক প্রতিষ্ঠান বা শৈল্পিক অর্জন / কৃতিত্বকে অযথা হেয় করবেন না।
  • ছোট খাট সাহায্যের জন্য লোকজনকে অনুরোধ করুন, এতে করে তারা আগামীতে আপনার কাছে সাহায্য কামনা করতে উৎসাহ পাবেন।
  • যারা আপনার মঙ্গল কামনা করেন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন।
  • নিজের সমস্যা থেকে বের হতে চাচ্ছেন না এমন কাউকে অযাচিতভাবে উদ্ধার করার চেষ্ট করবেন না। নিজের সমস্যা থেকে বের হতে চাচ্ছেন এমন কেউকে উদ্ধার করার সময়েও যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন ।
  • ভালভাবে করা কোন কাজই তুচ্ছ নয়।
  • অন্যের সমালোচনা করার আগে নিজেকে ঠিক করুন।
  • আপনার অনুকরণীয় ব্যক্তির মতো করে নিজেকে সাজান।
  • বাগাড়ম্বরতা পরিহার করুন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন।
  • হেলে দুলে নয়, সোজাভাবে দাড়ানোর অভ্যাস গড়ুন।
  • চলার পথে ভীতিকর কিছু সামনে পড়লে তা অগ্রাহ্য করবেন না । অপ্রয়োজনে বিপদজনক কিছু করতে যাবেন না।
  • আপনার সন্তানদের এমন কিছু করতে দেবেন না যা পরবর্তীতে আপনাকে তাদের অপছন্দ করতে বাধ্য করবে।
  • নিজের বউকে বাসার পরিচারিকা বানাবেন না।
  • অনাকাঙ্খিত বা অবাঞ্চিত বিষয়গুলো নিয়ে ধোয়াশা সৃষ্টি না করে নিজ দায়িত্বে পরিষ্কার করে নিবেন।
  • কোন দায়িত্ব অগ্রাহ্য করার পূর্বে তার ভেতর লুকায়িত সম্ভাবনাগুলোর দিকে একবার নজর দিন।
  • মনীষীদের / মহান ব্যক্তিদের লেখা বা বই পড়ুন।
  • রাস্তায় পাওয়া কোন বিড়ালকে বাসায় পালতে পারেন।
  • বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত থাকে তখন তাদের বিরক্ত করবেন না।
  • বিরক্তকারীদের থামিয়ে দেবেন, বিনা প্রতিবাদে ছেড়ে দেবেন না।
  • কোথাও কোন সমস্যা দেখলে তার সমাধানের জন্য সরকার বা যথাযথ কর্তৃপক্ষ বরাবার চিঠি লিখতে পারেন।
  • মনে রাখবেন আপনি যা জানেন না তা আপনি যা জানেন তার থেকে গুরুত্বপূর্ণ।
  • শত কষ্টে থাকা সত্ত্বেও দিন শেষে কৃতজ্ঞ থাকুন।

No comments:

Post a Comment