Sunday, December 20, 2020

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আ'লা রসূলিল্লাহ ওয়া বা'দ

ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন। জীবনের পারপোজ (উদ্দেশ্য) যদি মানুষ না জানে,তা হলে তো জীবন অর্থহীন হয়ে পড়বে! তাই নয় কি?

এই জীবনের মহান এই কারিগড় কুরআন নামক ম্যানুয়ালে বিভিন্ন জায়গায় জীবন তরীর মর্ম ও উদ্দেশ্য বর্ণনা করেছেন।

যেমন- দয়ালু রব বলেন

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ‘ইবাদাত করবে।(সুরা যারিয়াত-৫৬)

তিনি আরো বলেন-

যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য; কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম? আর তিনি পরাক্রমশালী, বড় ক্ষমাশীল। (সুরা মুলক-২)

এই যে জীবন নামক আত্মা বা রুহটি!!! একটি এমন অদৃশ্যমান বস্তু যে, যে দেহের মধ্যে তা সম্পর্ক বহাল থাকে, তাকে জীবিত বলা হয়। আর যে দেহ হতে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাকে মৃত্যুর শিকার হতে হয়।

জীবনের পর রয়েছে মৃত্যু। আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী এই জীবনের ব্যবস্থা এই জন্য করেছেন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে, এই জীবনের সদ্ব্যবহার কে করে? যে এ জীবনকে ঈমান ও আনুগত্যের কাজে ব্যবহার করবে, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং যে এর অন্যথা করবে, তার জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

♥ মহীয়ান ও গরীয়ান আল্লাহ তায়ালা আরো বলেন-

বল, আমার স্বলাত, আমার যাবতীয় ‘ইবাদাত,(কুরবানী) আমার জীবন, আমার মরণ (সব কিছুই) বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই (নিবেদিত)। (সুরা আনআ'ম-১৬২)

একজন ব্যক্তি যখন যাবতীয় বিষয় এক মহাসত্য স্রষ্টার দিকে সম্পৃক্ত করে! তখন ঐ ব্যক্তি কতই সৌভাগ্যবান! আলহামদুলিল্লাহ। তাই ভাই আর নয় কোন অজুহাত! আসুন কুরআন নামক ক্যাটালগ ও হাদীস নামক তার বিশদ বিবরণ নামা গুলো অধ্যয়ন করে।পরম সুখের (জান্নাত) নীড়কে সুগম করি। আমিন।

No comments:

Post a Comment