আমি নিজেই এই প্রশ্নটি খুঁজে বের করলাম। আসলে এই কথা গুলি না বলে পারছিলাম না তাই উত্তর দিতে চলে এলাম। আমার বয়স বেশি নয়, তাও অল্প অভিজ্ঞতা থেকে আমার যে উপদেশ গুলি সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি বলি:
১. নিজের গোপন কথা কাউকে বলবেন না: সিক্রেট বা গোপন কথা যেটি সত্যিই গোপন রাখা প্রয়োজন সেটি কাউকে বলবেন না। আপনি আবেগের বশে ভাবতেই পারেন, আপনার প্রিয় বন্ধুটিকে বিশ্বাস করা যায়, বা আপনার ভাইকে বিশ্বাস করা যায়। কিন্তু যতদিনে নিজে ঠকে শিখবেন ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি এই ভুল বারবার করেছি।
২. প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে ইন্টারনেট এ বা উপযুক্ত ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন : বেড়াতে যাওয়ার আগে সেখানকার সমন্ধে তথ্য জোগাড় করা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পড়ার আগে এর পরের চাকরির সুযোগ ইত্যাদি জানতে, সব কিছু করার আগেই আন্ত:জাল এ ভালো ভাবে জেনে নিন বা এমন কোনো ব্যক্তির কাছে যান যিনি ব্যাপারটা সম্পর্ক ভালো জানেন। একজন নয় এমন দু তিন জনের কাছে যান কথা বলুন। তারপরে ঠিক করবেন আপনি কি করতে চান।
৩. সর্বদা নির্ভীক ভাবে সত্যি কথা বলুন, অন্তত মিথ্যা বলবেন না: জীবনে এমনিতেই হাজার ঝামেলা। এর ঝামেলা যদি না বাড়াতে চান, তাহলে সত্যি কথা বলুন সব সময়। অভ্যেস করুন। অনেকে অভ্যেসের বশে মিথ্যে বলে ফেলে, ভাবে যে সত্যি টা জেনে ফেললে ও আমাকে হিংসে করবে। অনেকে ভাবে সবাই মিথ্যে বলে, আমি কেনো বলবো না, আমি কাজ হাসিল করে নেব ইত্যাদি। জীবনে শান্তি চাইলে এসব বন্ধ করুন।
৪. শুনতে শিখুন: যখন একজন কিছু বলছে তার কথার মধ্যে কথা বলবেন না। এটা শুধু বিরক্তিকর নয়, যে বলছে সে ও কিন্তু আপনার কথা শুনবে না, এবং কথাবার্তার মূল উদ্দেশ্য যে ভাব বিনিময় সেটিই ব্যর্থ হয়ে যাবে। মানুষকে দুটি কান , একটি মুখ দেওয়া হয়েছে যাতে মানুষ শোনে বেশি বলে কম। যত শুনবেন তত অপরজন কে ভালো করে বুঝবেন, দুনিয়াটাকে ভালো করে বুঝবেন, আপনার জ্ঞান বাড়বে, লোকের প্রিয় হয়ে উঠবেন কারণ লোকে চায় তাদের কথা কেউ শুনুক। বহু জায়গায় কোনো কথা বলারই প্রয়োজন হয়না। মূর্খ দের সাথে তর্ক করবেন না, শুনুন এবং তাদের ভাবনা চিন্তার পদ্ধতি টি জানুন।
৫. সংযম: নিজেকে সংযত করতে পারা হয়তো সর্বোত্তম গুণ গুলির একটি। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ব্যয় বা ভয় , অতিরিক্ত সাবধানতা বা অসাবধানতা, অতিরিক্ত ঘুম বা কম ঘুম বা অতিরিক্ত খাওয়া বা কম খাওয়া কোনোটাই কাম্য নয়। জীবনে ব্যালান্স আনুন। সকাল বেলা মোবাইল নিয়ে না বসে বই নিয়ে পড়তে বসা ও সংযম।
আমার আরো কিছু উপদেশ দেওয়ার আছে, পরে আবার বলবো
No comments:
Post a Comment