Sunday, December 20, 2020

কোন ছোট ছোট জিনিস দেখে মানুষের অনেক কিছু বোঝা যায়?

  1. কেউ একটা অপরাধ করেছে কিন্তু স্বীকার করছে না। আপনি বিষয়টা বুঝতে পারলেন। তাকে সরাসরি জিজ্ঞেস করুন যদি উত্তর দেবার সময় মাটির দিকে তাকায় তাহলে বুঝবেন সত্যিই সমস্যা আছে।
  2. তিনজন কথা বলতেছে এদের মধ্যে একজন আছে অন্যদের কথা শেষ হবার আগেই কথার মাঝখানে কথা বলবে এই ব্যক্তির মাথায় সমস্যা আছে।
  3. হঠাৎ করেই কেউ একজন সব কিছু টাকা দিয়ে বিচার করা শুরু করেছে ধরে নিন হঠাৎ করে তার পকেটে কিছু টাকা এসেছে।
  4. কোনো সরকারী কর্মকর্তাকে স্যার না ডাকলে রেগে যান তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই কর্মকর্তার চৌদ্দ - গুষ্টির কেউ কোনোদিন স্যার ডাক শুনে নাই।
  5. কেউ একজন সবাইকে শ্রদ্ধা করেন বুঝবেন তার পারিবারিক শিক্ষা অন্য উচ্চতার।
  6. ঋণ করা টাকা সময়মত ফেরত দেয় এমন ব্যক্তিকে চোখ বুঝে বিশ্বাস করতে পারেন।
  7. কেউ সোস্যাল মিডিয়াতে নিজের বর্তমান অবস্থা নিয়ে দুই দিন পর পর স্ট্যাটাস দিয়ে বেড়ায় তাকে মোটা দাগে একজন অ্যাটেনশন সিকার হিসেবে ব্যাখা করতে পারেন।
  8. কেউ একজন খুব বেশি মাত্রায় চুপ চাপ থাকে ব্যক্তি হিসেবে ভয়ংকর হবে।
  9. সব কিছুতেই না খুঁজে বেড়ানো মানুষগুলো নেগেটিভ অ্যাটিটিউড ধারণ করবে সব সময়।
  10. এই প্ল্যাটফর্মের উত্তর পড়ে আপ - ভোট মন্তব্য করেন তাহলে আপনি একজন মনোযোগী পাঠক।

No comments:

Post a Comment