- কেউ একটা অপরাধ করেছে কিন্তু স্বীকার করছে না। আপনি বিষয়টা বুঝতে পারলেন। তাকে সরাসরি জিজ্ঞেস করুন যদি উত্তর দেবার সময় মাটির দিকে তাকায় তাহলে বুঝবেন সত্যিই সমস্যা আছে।
- তিনজন কথা বলতেছে এদের মধ্যে একজন আছে অন্যদের কথা শেষ হবার আগেই কথার মাঝখানে কথা বলবে এই ব্যক্তির মাথায় সমস্যা আছে।
- হঠাৎ করেই কেউ একজন সব কিছু টাকা দিয়ে বিচার করা শুরু করেছে ধরে নিন হঠাৎ করে তার পকেটে কিছু টাকা এসেছে।
- কোনো সরকারী কর্মকর্তাকে স্যার না ডাকলে রেগে যান তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই কর্মকর্তার চৌদ্দ - গুষ্টির কেউ কোনোদিন স্যার ডাক শুনে নাই।
- কেউ একজন সবাইকে শ্রদ্ধা করেন বুঝবেন তার পারিবারিক শিক্ষা অন্য উচ্চতার।
- ঋণ করা টাকা সময়মত ফেরত দেয় এমন ব্যক্তিকে চোখ বুঝে বিশ্বাস করতে পারেন।
- কেউ সোস্যাল মিডিয়াতে নিজের বর্তমান অবস্থা নিয়ে দুই দিন পর পর স্ট্যাটাস দিয়ে বেড়ায় তাকে মোটা দাগে একজন অ্যাটেনশন সিকার হিসেবে ব্যাখা করতে পারেন।
- কেউ একজন খুব বেশি মাত্রায় চুপ চাপ থাকে ব্যক্তি হিসেবে ভয়ংকর হবে।
- সব কিছুতেই না খুঁজে বেড়ানো মানুষগুলো নেগেটিভ অ্যাটিটিউড ধারণ করবে সব সময়।
- এই প্ল্যাটফর্মের উত্তর পড়ে আপ - ভোট মন্তব্য করেন তাহলে আপনি একজন মনোযোগী পাঠক।
Sunday, December 20, 2020
কোন ছোট ছোট জিনিস দেখে মানুষের অনেক কিছু বোঝা যায়?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment