Sunday, December 20, 2020

শেষ রাতে তাহাজ্জুদ এ উঠার জন্য নিম্নের আমলগুলো করুন, যা আমাদের প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ও উম্মতকে শিখিয়েছেন-

১। আপনার বেডটি ঝেড়ে নিন

২। সলাতের ন্যায় অযু করুন

৩। ঘরের লাইটগুলো সম্পূর্ন নিভিয়ে নিন

৪। তিন কুল (৩*৩)=৯ বার পড়ে হাতে ফু দিয়ে গোটা দেহ মুছে নিন।

৫। আয়াতুল কুরসি পড়ুন।

৬। সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন

৭। ডান কাত হয়ে নিদ্রা যান।

৮। এশার পড়েই ঘুমিয়ে পড়ুন।

৯। সর্বোপরি মহান আল্লাহ তায়ালার দয়া ও তাওফিক কামনা করুন।

১০। মনে মনে নিয়ত বা সংকল্প

No comments:

Post a Comment