- কখোনও social media তর্কে জড়াবে না। এটা তোমাকে অসামাজিক করে দিবে
- পিতামাতার সাথে তর্কে জড়াবে না। কারন কোন বালক বালিকার এই গেরান্টি নেই যে অন্যকেউ তাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু মা বাবা তোমাকে কখোনও ছেড়ে যাবে না ।
- কখোনও গরীব, অসহায়দের সাথে খারাপ ব্যবহার করবে না । যদি তুমি তাদের সাহায্য করতে না পারো, তাহলে তাদের সম্মুখে একটা হাসি 😄দাও। এটাই যথেষ্ট।
- কখনও অতিরিক্ত অনুপ্রেরণা মূলক ভিডিও দেখবে না। এরচেয়ে ভালো তোমার কাজে মন দাও।
- কখোনও ডাক্তারের সাথে মিথ্যা কথা বলবে না। কারণ সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সঠিক তথ্য প্রয়োজন।
- ভাগ্যে আছে যা তাই হবে, এই বলে কখনো বসে থাকবে না। মনে রাখবে, সফলতা ১% ভাগ্যে থাকে, আর ৯৯% কঠর পরিশ্রমে।
- যারা তোমার যত্ন নেয়, তাদের কখনো ঘৃণা করবে না। কারন তাদের হৃদয়ের মধ্যে তোমার জন্য জায়গা আছে।
- সর্বদ, হ্যা, বলবেন না,,,, না, বলতে শিখুন, কারন সঠিক সময় আমারা, না, বলতে না পেরে সমস্যার সম্মুখীন হই।
- কখোনও নিজের লক্ষ কাউকে বলবে না। এটা গোপন রাখবে। তুমি যখন সফল হবে তখন তোমার লক্ষ সবাই জানতে পারবে।
- কখোনও কোরাতে লিখতে কৃপণতা করবে না
Tuesday, December 1, 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment