Tuesday, December 1, 2020

  1. কখোনও social media তর্কে জড়াবে না। এটা তোমাকে অসামাজিক করে দিবে
  2. পিতামাতার সাথে তর্কে জড়াবে না। কারন কোন বালক বালিকার এই গেরান্টি নেই যে অন্যকেউ তাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু মা বাবা তোমাকে কখোনও ছেড়ে যাবে না ।
  3. কখোনও গরীব, অসহায়দের সাথে খারাপ ব্যবহার করবে না । যদি তুমি তাদের সাহায্য করতে না পারো, তাহলে তাদের সম্মুখে একটা হাসি 😄দাও। এটাই যথেষ্ট।
  4. কখনও অতিরিক্ত অনুপ্রেরণা মূলক ভিডিও দেখবে না। এরচেয়ে ভালো তোমার কাজে মন দাও।
  5. কখোনও ডাক্তারের সাথে মিথ্যা কথা বলবে না। কারণ সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সঠিক তথ্য প্রয়োজন।
  6. ভাগ্যে আছে যা তাই হবে, এই বলে কখনো বসে থাকবে না। মনে রাখবে, সফলতা ১% ভাগ্যে থাকে, আর ৯৯% কঠর পরিশ্রমে।
  7. যারা তোমার যত্ন নেয়, তাদের কখনো ঘৃণা করবে না। কারন তাদের হৃদয়ের মধ্যে তোমার জন্য জায়গা আছে।
  8. সর্বদ, হ্যা, বলবেন না,,,, না, বলতে শিখুন, কারন সঠিক সময় আমারা, না, বলতে না পেরে সমস্যার সম্মুখীন হই।
  9. কখোনও নিজের লক্ষ কাউকে বলবে না। এটা গোপন রাখবে। তুমি যখন সফল হবে তখন তোমার লক্ষ সবাই জানতে পারবে।
  10. কখোনও কোরাতে লিখতে কৃপণতা করবে না

No comments:

Post a Comment