Sunday, December 20, 2020

কীভাবে বুঝব, নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি?

  1. যখন সর্বদা আপনি না বলতে দ্বিধা বোধ করেন আর হ্যাঁ বলাকে কর্তব্য বলে মনে করেন।
  2. যখন আপনার সাহায্যের সময়ে আপনি আপনার বন্ধুকে পাশে না পেলেও তার পাশে সবসময়ে থাকেন
  3. যখন অন্য কেউ খুশি হবে ভেবে আপনি নিজের সুখ বিসর্জন দিয়ে দেন এই ভেবে যে সেই লোকটি আপনার এই ত্যাগের মর্ম বুঝতে পারবে।
  4. যখন আপনি কোন একতরফা সম্পর্কে থাকেন।
  5. যখন আপনার অপছন্দ সত্ত্বেও শুধুমাত্র কারুর মন জুগিয়ে চলার জন্য সব কাজ করে যান।
  6. যখন কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু আপনি নীরবে সবকিছু মেনে নেন
  7. যখন আপনার নিজস্ব কোনো মতামত থাকে না এবং সব সিদ্ধান্ত অন্য কেউ জোর করে আপনার উপর চাপিয়ে দেয়।
  8. যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার কোনো বার্তার উত্তর দেয় না, কিন্তু তা সত্ত্বেও আপনি তাকে বার্তা পাঠিয়ে যান।
  9. যখন আপনি সবসময় প্রমাণ করতে চান যে আপনি সস্তা নন।
  10. যখন আপনি নিজেই নিজে সস্তা ভাবেন, আর নিজেকে না ভালোবেসে নিজের প্রতি উদাসীন হয়ে ওঠেন।

আমাদের জীবন আমাদের চিন্তা ভাবনারই প্রতিফলন। তাই নিজেই নিজেকে সময় দিয়ে, গুরুত্ব দিয়ে, নিজেকে ভালোবাসা উচিত। তার কারণ আর কেউ থাকুক বা না থাকুক, আপনি সবসময়েই আপনার নিজের পাশে থাকবেন।

No comments:

Post a Comment