Tuesday, December 8, 2020


-আসুন জেনেনি রাতে ঘুমানোর আগে সুন্নতগুলো।

১.   এশার নামাজের পর দ্রুত ঘুমানোর চিন্তা করা, অর্থাৎ দুনিয়াবি কথাবার্তা না বলা। 
(বুখারি : ১/১৭৭)

২.   অজু অবস্থায় ঘুমানো। 
(তিরমিজি : ২/১৭৭)

৩.   প্রথমে তিনবার বিছানা ঝেড়ে নেওয়া। 
(তিরমিজি : ২/১৭৭)

৪.   ঘুমানোর আগে উভয় চোখে তিনবার সুরমা লাগানো।
 (শামায়েলে তিরমিজি, পৃ. ৪)

 
৫.   কালেমায়ে তাইয়েবা পড়া।
 (যাদুল মাআদ : ৪/২৪৬)

৬.   তাসবিহাতে ফাতেমী অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলা। 
(তিরমিজি, হাদিস : ২/১৭৮)

 
৭.   তিন কুল অর্থাৎ সুরা ইখলাস, ফালাক, নাস পড়ে দুই হাতে ফুঁক দিয়ে উভয় হাত দ্বারা সমস্ত শরীর মুখে তিনবার মুছে নেওয়া।
 (তিরমিজি : ২/১৭৮)
 

৮.   সুরা আলিফ লাম মি সিজদা ও সুরা মুলক পড়া।
 (তিরমিজি : ২/১৭৮)

৯.   ডান পার্শ্বে ডান হাত চেহারার নিচে রেখে শয়ন করা। 
(তিরমিজি : ২/১৭৮)

 
১০.  ঘুমানোর দোয়া পড়া। দোয়াটি হলো, ‘বিসমিকা রাব্বি ওয়াজা’তু জানবি ওয়া বিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা, ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালেহিন।’ অথবা ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’

 

১১.  যদি ঘুম না আসে তাহলে ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গদবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আঁই ইয়াহদুরুন।’

 

১২.  যখন মন্দ স্বপ্ন দেখবে তখন এই দোয়াটি পড়ে বাঁ দিকে থুতু ফেলবে এবং এই দোয়াটি পড়বে; ‘আউজু বিল্লাহি মিনাশ শায়তনির রজিম ওয়া শাররি হা-জিহির রু-ইয়া।’
 (আবু দাউদ : ২/৬৮৫)

১৩.  ঘুম থেকে উঠে প্রথমে তিনবার আলহামদু লিল্লাহ বলবে। 
(যাদুল মাআদ : ৪/২৪৬)

 

১৪.  তারপর কালিমায়ে তাইয়েবা পড়বে। (যাদুল মাআদ : ৪/২৪৬)

 

১৫.  তারপর এই দোয়াটি পড়বে; ‘আলহামদুলিল্লা হিল্লাজি আহইয়ানা বা’দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’ (তিরমিজি : ২/১৭৮)

No comments:

Post a Comment