আত্মসম্মান বাড়াতে কিছু টিপস ঃ
মানুষের কাছে সম্মানিত হওয়ার উপকারিতা আমাদের সবারই জানা ।
এমন বহু বিত্তবান এবং ক্ষমতাবান মানুষ আছেন - যারা এত ক্ষমতা থাকার পরও সুখি ন। কারন তারা জানেন -মানুষ তাদের সত্যিকার অর্থে সম্মান করে না । তাদের ক্ষমতা বা অর্থ চলে গেলে কেও তাদের দিকে ফিরেও তাকাবে না।।
আবার এমনও মানুষ আছেন, যাদের বলতে গেলে কোনও ক্ষমতা নেই -কিন্তু সবাই তাদের সম্মান করে ও ভালোবাসে ।
সম্মানহীন বিত্তবান বা ক্ষমতাবানের চেয়ে তাঁরা মানুষ হিসেবে অনেক সুখি।
১। এমন কিছু করুন যা সত্যিই মানুষের কাজে লাগে।
২। কথা দিয়ে কথা রাখুন।
৩। দোষ না করলে দুঃখিত বলবেন না।
৪।ভুল করলে স্বীকার করুন এবং ঠিক করে নিন।
৫।আরেক জনের সময় নষ্ট করবেন না।
৬। না জেনে মন্তব্য করবেন না। দরকার না পরলে চুপ থাকুন।
৭। অন্যজনের মতামতকে সম্মান করুন।
৮।অহংকার করবেন না।
৯। অতি বিনয় পরিহার করুন।
১০।সততা বজায় রাখুন।
No comments:
Post a Comment