Friday, December 18, 2020

১- আল্লাহপাক বান্দার সহ্যের বাহিরে তার পরীক্ষা নেন না, কিন্তু তার যোগ্যতার চেয়ে অনেক বেশী তাকে নেয়ামত দান করেন ।

২- ছোট খাটো ব্যাপার নিয়ে মন খারাপ করবেন না। তাহলে বড় কিছু নিয়ে ভাবার সময় পাবেন না ।

৩- শ্রোতের বিপরীতে হেটে দেখ কতজন থাকে পাশে, শ্রোতের অনুকুলে তো কচুরিপানাও ভাসে।

৪- আজ আমি যেখানে আছি, সেটা আমার অতীতের কর্মের ফল। কিন্তু আগামীকাল কোথায় পৌঁছাবো সেটা আমার আজকের কর্মের ফল হবে।

৫- আজকের দিনটা কঠিন, কাল আর খারাপ হবে, কিন্তু তার পরের দিন সূর্যের আলো আসবেই ।

৬- কখনো কখনো জীবন তোমাকে ইট-পাটকেল মারবে, কিন্তু বিশ্বাস হারিয়ো না।

৭- কাজ শুরু করার আগেই সকল কাজ ই অসম্ভব মনে হয়।

৮- কোন সমস্যায় সমস্যা না। ব্যাপারটা নির্ভর করে আপনি সমাধানের জন্য কতটুকো চেষ্টা করেছেন। চেষ্টার কাছে সমস্যা অত্যন্ত তুচ্ছ বিষয় মাত্র। ইতিহাস কথা বলবে, দুনিয়ার সকল সফল ব্যাক্তিয়, তাদের আপন চেষ্টায় নানাবিধ সমস্যা সমাধান করে আজ সফলতার উচ্চশিখরে পা রেখেছে।কষ্ট ছাড়া যেটা এমনি আমনি মিলে জাই সেটা কখনওই স্থায়ী হয় না। কষ্ট করে যেটা সাধন করা হয় সেটার ফল অত্যন্ত সুমধুর এবং চিরস্থায়ী হয়।

No comments:

Post a Comment