নামাজঃ
১. রোজ ভোরবেলা জামাতের সাথে ফজরের নামাজ জামাআতের সাথে আদায় করার চেষ্টা করি । এতে একদিকে যেমন ধর্মীয় কাজ করা হয় , সাথে সাথে সকালবেলা কোলাহলহীন প্রকৃতিতে নিজেকে কিছুক্ষণ মেলে ধরতে পারি।
ভালো কাজঃ
২. রোজ অন্ততপক্ষে একটি ভালো কাজ করার অভ্যাস করি। এটি হতে পারে কারো বিপদে এগিয়ে যাওয়া কিংবা কারো সেবা করা।
সময় কাটানোঃ
৩.আমি একান্ত কারো সাথে সময় কাটানোর কথা বলছি না। এই সময়টা শুধু নিজের সাথে নিজেকে সময় দেয়ার চেষ্টা করি । তবে সেখানে স্থান পাবেনা মোবাইল, আড্ডাবাজি। একদম নিরিবিলি পরিবেশে আকাশের পানে তাকিয়ে কিছুক্ষন তাকিয়ে থাকি। বিশ্বাস করুন অনেক হালকা লাগে নিজেকে।
কাউকে শিখানোঃ
৪.আমি সবসময়ই কাউকে মোটিভেশন দিতে পছন্দ করি। তবে এটি লেখাপড়ার ব্যাপারে নয় শুধু, চরিত্র, মনুষ্যত্ব, আচার - আচরণ এগুলো। আমি এটা বিশ্বাস করি আমি এটা করার মাধ্যমে নিজের মধ্যে চরিত্রের মূল উদ্দেশ্যটি ব্যাপ্ত করতে পারব।
শিক্ষা গ্রহনঃ
৫.আমি প্রত্যেকদিন এলাকার বড় ভাই কিংবা শিক্ষকের সাথে সরাসরি কিংবা মোবাইল ফোনে যাবতীয় বিষয়গুলো নিয়ে আড্ডা দেই। আমি আমার সকল সমস্যা সহজভাবে তাদের সাথে শেয়ার করতে পারি। এতে তারা আমাকে সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমি বরাবরই নিজ থেকে তাদের সাথে আড্ডা দেওয়ার আগ্রহ প্রকাশ করি।
No comments:
Post a Comment