▪️দৈনন্দিনের ছোট ৪টি আমল:
🔘আমলঃ- ১
🔘প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুণ:-
"উচ্চারনঃ-আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'
🔘ফজিলতঃ-
"যে ব্যাক্তি ওযু করার পড় কালিমায়ে শাহাদাত পাঠ করবে ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে:
(সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪)
🔘আমলঃ-০২
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষে "আয়াতুল কুরসি' পাঠ করুণঃ-
🔘ফজিলতঃ-
"যে ব্যাক্তি প্রত্যেক ফরয নামাযের পর একবার আয়তুল কুরসি পাঠ করবে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার আর কোন বাধা নাই।
(সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২)
🔘আমলঃ-০৩
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষেঃ-
🔘৩৩ বার সুবহানাল্লাহ,
🔘৩৩ বার আলহামদুলিল্লাহ্,
🔘৩৪ বার আল্লাহু আকবার
এবং ১বার এই দোয়াটি পড়া লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর:
ফজিলত: অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ ও হয়।
(সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮)
🔘আমলঃ-০৪
🔘প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ:
ফজিলত: নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘সূরাহ মুলক (তিলাওয়াতকারীকে) কবরের আজাব থেকে রক্ষা করবে।
(সহিহ তারগিব,হাকিম ৩৮৩৯,)
"তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ন আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাই-বোন কেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই:
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন!!
No comments:
Post a Comment