Tuesday, December 29, 2020

জীবনের সেরা উপদেশটি কী দেবেন?

  1. সামনা সামনি সাক্ষাতের অনুভূতি যন্ত্র কোন দিনই এনে দিতে পারবে না।
  2. কল্পনা আর বাস্তব কোনােদিন এক হয়না।
  3. মাতৃত্বের কোনাে রঙ হয়না,মাতৃত্বের কোন ভাষা হয়না,মায়ের বিকল্প শুধুই মা।
  4. প্রত্যেক সন্তানই মা বাবার স্বচ্ছ প্রতিচ্ছবি।
  5. সময় সময়ের কাছেই হিসেব মিটিয়ে দেয় ও নেয় ।
  6. একটা মানুষের এই ছিল থেকে এই নেই হয়ে যাওয়া সময়ের ব্যাপার।
  7. ঐশ্বর্য , সম্পদ মানুষের জীবনযাত্রাকে মসৃণ করার জন্য ।মানুষ হয়ে মনুষ্যত্বকে হারিয়ে ফেলার জন্য না।
  8. চাওয়া পাওয়ার ভিড়ে হারিয়ে মনুষ্যত্বকে ভোলা যাবে না।
  9. আমরা সবাই পাগল এক একজন এক এক টাইপের।
  10. একটা মানুষের খারাপ ভালাে বুঝতে হলে তার সঙ্গে মিশতে হয়।
  11. কাজ হীন মানুষজন আচমকা কাজ পেলে বেশ গর্বিত হয় ।
  12. কোন কোন ক্ষেত্রে নীরব থাকাই বুদ্ধি মানের কাজ।
  13. স্বান্তনা মানুষ তখনি পায় যখন ধৈর্য্য রাখার ক্ষমতা রাখে।
  14. জীবনে অন্ধকার না থাকলে আলাের মূল্য আমরা বুঝতাম না।
  15. একজনের নিকট যা ভয় অন্যজনের নিকট তা নিচিন্তার কারণ।
  16. আয়নার কাঁচের মত ভালবাসার পারদ মাখানাে সূক্ষ্ম হৃদয়টা ঠুনকো আঘাতেও ঘৃণার ডিনামাইটে ভেঙে চুরমার হতে দিয়েন না।
  17. ডায়েরী লিখতে লিখতে কিছু মিলাতে না পারলে আন্দাজ মত জায়গা ছেড়ে রাখুন ।
  18. কম্পিটিটাররা সবসময় সুযােগের অপেক্ষায় থাকে।একটু ভুলচুক হলেই আপনার এতদিনের ইমেজে কালি ছিটিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না।
  19. মন খারাপ! জল হাওয়ার পরিবর্তন করুন মনের পরিবর্তন ঘটবে ।
  20. আমরা কেউ পরিপূর্ণ না। কেউ আমাদের দোষ খুঁজতে গেলে পেয়ে যেতে সময় লাগবে না।
  21. সংসার জীবনের হিসাব টা ছােট হলেও জীবনের বােঝাপড়াটা অনেক বিশাল।
  22. মানুষের মন বােঝা বড্ড কঠিন । কখন পাল্টে যায় , কখনও বা মুখসের আড়ালে লুকিয়ে পরে।
  23. ভালােবাসা জীবনে একবারই আসে বাকী যা আসে সবই অভ্যাস ।
  24. আলসেমি করবেন না।আলসেমি করলেই শয়তান চেপে ধরবে।
  25. লােভ , হিংসে , অহংকার খুব খারাপ জিনিস। যে সময় মানুষকে আকড়ে ধরে সে সময় থেকে তাকে শেষ করতে শুরু করে ।
  26. দেরিতে হলেও ও এতটুকু জানুন , পড়াশােনা,সার্টিফিকেট ছাড়া আপনার জ্ঞানের কোনো দাম নেই।
  27. মানুষের আবেগের কোন বেগ নেই !তাই চাইলেই মানুষ তার আবেগকে কন্ট্রোল করতে পারবে।
  28. যে নিজের স্বরূপ চিনতে পারে না,সফলতা নামক জিনিসটা তার জন্য না।
  29. রাতের এক ঘন্টা ঘুমের ঘাটতি দিনের পাঁচ ঘন্টা ঘুমেও পূরণ হয় না ।রাতে পর্যাপ্ত ঘুমান।
  30. দেশের আবহাওয়া খুব একটা সুবিধার না,তাই ঘরে থাকুন,সুস্থ থাকুন

No comments:

Post a Comment