Sunday, December 6, 2020

যে ভাই প্রশ্নটি করেছেন তাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই যারা বিষয়টি পড়বেন।

আপনি কি মনে করেন আপনি এখন সফল নন। কে বলেছে আপনি সফল নন। আমি বলছি আপনি এখনই সফল।আপনার সফল্যের পর্যায় আরো বাড়বে। বাড়াতে হবে কেননা বাড়ালে সামনের প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন।

কিভাবে আমি এখন সফল?

উত্তর: দেখেন আপনি SSC পাশ করেছেন বা আলিম পাশ করেছেন। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন প্রতিবছর এই পর্যায়ে এসে প্রায় সাড়ে তিন লাখ ছেলেমেয়ে বিফল হয়।আপনি তাদের চেয়ে সফল।তার জন্য কি আপনি আপনার রবের কাছে শুকরিয়া জানিয়েছেন। হয়তো জানিয়েছেন।

জিবনে সফল হতে হলে নিজেই নিজেকে তৈরি করে নিতে হবে।দুই একজনের ক্ষেত্রে তার ব্যাতিক্রম হয়।

তুমি কারো জন্য অপেক্ষা করছো যে তোমাকে সাফল্যের চুড়ায় তুলে দিবে? এটা ডাহা মিথ্যা কথা।

তোমার কঠোর প্রচেষ্টায় তুমি নিজেক গড়ে তুলতে হবে।

এই সময়ে কয়জনের বাবা আছে তার সন্তানের জন্য সে অনেক কিছু করে রেখেছে। যা দিয়ে সে আজীবন খুব ভালো ভাবে কাটাতে পারবে।তবে এখন ধনি ঘরের ছেলেমেয়েদের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে। তারা নিজে নিজে কিছু করতে চায়।তাদের অনেক সাধুবাদ জানাই।তাদের কারণে অনেকের কর্মসংস্থান হয়েছে।

ছবিগুলো দেওয়ার কারণ হলো একটু ভালো ভাবে অনুধাবন করার জন্য।

সর্বদা কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হার মানা যাবে না। আর একটা কথা মনে রাখবেন আপনার সফলতার পথ আপনার মতো হবে।কখনো অন্যকে নিজের সাথে তুলনা করবেন না।আপনি দেখাতে পারবেন না যে দুই জন ব্যক্তি একই ভাবে,একই পথে, একই পরিমাণে সফল হতে পারে না।

আমি মনে করি সফলতার সবচেয়ে বড় মন্ত্র হলো, যা পেয়েছেন তাই নিয়ে খুশি থাকা।তাহলে দেখবেন আপনি সবসময়ই সফল।

সফলতা শুধু একক কিছু না।আপনি হয়তো মনে করে থাকবেন অনেক টাকার মালিক হলে সফল।তা কোন ভাবেই নয়।আপনাকে সম্মিলিত ভাবে সফল হতে হবে।

অন্যায় ভাবে কখনো সফল হওয়া যায় না।

আপনি প্রশ্ন করেছেন সফল হওয়ার জন্য কি করা উচিত।

ভাই আপনি কিভাবে সফল হবেন সে আমার চেয়ে আপনিই ভালো বলতে পারেন।কারণ আমি জানি না আপনার মধ্যে কি কি গুণ আছে।আপনি অন্যর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে সে যেটা বলছে তেমন টাই করতে হবে এমন নয়।

আপনার মন যেটা চায় বা আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে কাজ করেন। আপনি যে ব্যবসায়ী হতে হবে তা না।

দেখেন এই পৃথিবীতে সবাই আলাদা আলাদা ভাবে সফল।তাই আপনার সফলতাও ভিন্ন হবে।

একটা কথা মাথায় রাখবেন কাউকে ঠকিয়ে আপনি সফল হতে পারবেন না।যদি আপনি দেখেন আপনার দ্বারা সফলতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন না তাহলে আরেক জনকে সুযোগ করে দিবেন।তাহলে আপনি প্রত্যক্ষ ভাবে সফল না হলেও পরোক্ষভাবে সফল।প্রত্যক্ষ আর পরোক্ষ যাই হোন সফল।

আশাকরি কিছুটা হলেও বুঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই আপভোট দিবেন

আপনার মন্তব্য দিয়ে যাবেন।

আসসালামু আলাইকুম।

ভালো ও সচেতন থাকবেন। অপরকেও সচেতন করবেন

No comments:

Post a Comment