দুশ্চিন্তাঃ আপনি যদি উক্ত সমস্যা নিয়ে দুশ্চিন্তা করে প্রতিদিন অতিবাহিত করেন। তাহলে, খুব অল্পদিনের মধ্যেই আপনার subconcious mind উক্ত সমস্যার উপর ডাইভার্ট হয়ে যাবে। তখন, ওই সমস্যা ব্যাতিত অন্য চিন্তাকরা আপনার পক্ষে কষ্টকর হবে।
(মানুষ যেমনটা চিন্তা করে, তেমনটাই ঘটে)
নেগেটিভ সিদ্ধান্তঃ অনেক ছেলে/মেয়েরা আছে যারা কোন সমস্যায় পতিত হলে সিগারেট, এলকোহল জাতীয় পানীয় এবং ঘুমের ওষুধ সেবন করে মানসিক প্রশান্তির জন্য৷ বিপরীতে এ জাতীয় সিন্ধান্ত সমস্যা মোকাবেলায় আপনার জীবন-শক্তিকে ক্ষয় করবে৷
অতিরিক্ত/কম খাওয়াঃ কোন সমস্যায় পতিত হলে অনেকেরই দেখা যায় খাওয়ার পরিমান অতিরিক্ত বেড়ে বা কমে যায়। যার ফলে সাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়।
রাগঃ কিছুকিছু সমস্যা আছে যেগুলা আপনি নিজে সমাধান করতে পারবেন না অপরের সাথে কাউন্সিল ব্যাতিত। কিন্তু, অনেকেই সমস্যায় পতিত হলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যার ফলে পারিপার্শ্বিক ব্যাক্তিবর্গের উপর তার আচারনের নেগেটিভ ভাব প্রকাশ পায়।
সৃষ্টিকর্তাকে উপেক্ষা করাঃ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। বিশ্বলোকে এমন কোন সমস্যা বা শক্তি নেই যা তার ক্ষমতার উর্ধে। অবশ্য আপনারও সন্দেহ থাকার কথা নয় যদি না আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাসী হন। সমস্যার ব্যাপারে আমরা অনেক মানুষের মুখাপেক্ষী হয় এমন কি মৃত মানুষেরও। কিন্তু, সর্বশক্তিমান কে আমরা উপেক্ষা করি। তিনি ব্যাতিত এমন কে আছে যিনি আমাদের সমস্যা দুরিভুত করতে পারে?
(আপনাকে আমি খুব ভালো পাই 🙂)।ব্যাস্ততার কারনে আপনার অনেক প্রশ্নের উত্তর আমি করতে পারিনি। তা সত্বেও এই অধমকে উত্তরের জন্য আবেদন করার জন্য ধন্যবাদ
Sunday, December 20, 2020
কোন পাঁচটি অভ্যাস কোনো সমস্যাকে আরো জটিল করে দেয়?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment