কোন ভুলগুলি মানুষের জীবনে একবার হলেও করা উচিত
জেনে শুনে কি ভুল করতে যাবে মানুষ এমন বোকা লোক খুবই কম পাওয়া যাবে।
আপনি নিজেও জেনেশুনে ভুল করবেন না, আমি যদি বলি পাঁচতলা বিল্ডিং থেকে লাফ দিন তাহলে কেমন হবে একটু কল্পনা করুন।
ঠিক তেমনি মানুষ যখন ভুল করে মানুষ এমনই আশ্চর্য হয় কেন সে ভুল করলো।
আপনি যখন বলছেন তাহলে একটু উওর দিয়ে দেখি দিতে পারি কিনা।
- প্রেমে পড়ে দেখুন সত্যিকারে যখন ব্রেকআপ হবে তাহলে বুঝবেন এটা কি ছিলে 😄😄 এমন সৌভাগ্য মানুষ খুঁজা কম পাওয়া যাবে।
- টাকা ধার দিয়ে দেখুন কাছের মানুষ কে। সেটা নিতে গেলে অনেক কিছু হয়ে যাবে 💰👈।
- বিয়ে করুন তার পর জীবনের স্বাধীনতা মরে যাবে এমন না যে বিয়ে নিয়ে খারাপ মন্তব্য করিতেছি এখনো সিঙ্গেল😄😄😄। খুব শিগগিরই একটা উওর দিতে যাচ্ছি বিয়ে করলে মানুষ অন্যকে পরামর্শ দেয় কেন বিয়ে না করতে এটা নিয়ে।
- মানুষ চাই ভুল না করতে আপনি চাচ্ছেন ভুল একবার হলেও করতে খুবই ইন্টারেস্টিং।
- জীবনে অনেক ভুল হবে অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক বেঈমান মানুষ দেখবেন চোখের সামনে বেঈমানী করতে পারে এক পলকের মধ্যে এমন মানুষ ও পাবেন জীবনে।
- একটা ভালো জব করুন। তার পর সে জব টা ছেড়ে দিয়ে এর চেয়ে কম টাকায় একটা কষ্টের জব করুন তার পর দেখুন কি ভুল করেছেন আপনি জাস্ট ফান এমন করা উচিত নয় তবে আপনি করতে পারেন এনজয় করুন।
- পড়াশোনার টাইমে প্রেম করা, তার পর সময় চলে গেলে বলবেন কি করলাম এতো বড় ভুল কেমনে কি করে হলো।
- ছেলে হলে ভুল মেয়ের সাথে পরিচয় হন, মেয়ে হলে ভুল ছেলের সাথে পরিচয় হন। জীবনে অনেক কিছু শিখতে পারবেন এবং শিক্ষা ও নিতে পারবেন।
একটা৷ অনুরোধ করবো জেনেশুনে ভুল না করতে, এমন কোন ভুল করিবেন না যাতে জীবনটা সেই ভুলের জন্য জন্য প্রস্তাতে হয়।
ভালো থাকুন সুস্থ থাকুন ভুল থেকে শিক্ষা নিন।
No comments:
Post a Comment