সিগারেট, নেশা জাতীয় খাদ্য হারাম।আর হারাম মানে গুনাহ। আর গুনাহ মানে জাহান্নাম।
এভাবে যদি চিন্তা করি,, একবার হারাম গলদ করণ করলে তা আমার শরীরের প্রবেশ করে। আর এর মাধ্যমে খাদ্য যেভাবে সারা শরীরে ছড়িয়ে যায় এবং শরীর গঠনের কাজ করে,, সেভাবে সিগারেট বা মদ্যপান করলেও সারা শরীরে তা ছড়িয়ে যায় এবং আপনার শরীর হারামে নিপাতিত হয়।
হারাম ভক্ষণ কারী জান্নাতে প্রবেশ করবে না।অর্থাৎ হারামে আপনার শরীর জড়িয়ে যাবে এবং আপনার কোনো নেক আমল কবুল নাও হতে পারে।
★ সিগারেটের
গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের
দিকে নিক্ষেপ
করো না।" [বাকারা-১৯৫]
★সিগারেট নেশাজাতীয় জিনিস।
নবী করিম (সাঃ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার)
আর প্রত্যেক নেশার
জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]
★ কেউ একসাথে ১০ টি সিগারেট
খেলে তার নেশা হতে বাধ্য।
রাসূল (সাঃ) বলেছেন, "যা অধিক
সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম
সেবন করাও
হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু
দাঊদ-৩৬৮১]
★ সিগারেট অপবিত্র জিনিস।
আল্লাহ পাক বলেন, "তোমাদের
জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু
হারাম
করা হয়েছে।" [আরাফ-১৫৭]
★সিগারেটে অপব্যায় ছাড়া কোন ফায়দা নেই।
আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই
অপব্যায়কারী শয়তানের
ভাই।" [সূরা ইসরা-২৭]
★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
রাসূল (সাঃ) বলেন
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস
রাখে, সে যেন
প্রতিবেশীকে কষ্ট
না দেয়।" [বুখারী]
★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও
কিছুই নয়। জাহান্নামীদের খাবারের
প্রসঙ্গে আল্লাহ পাক বলেন,
"এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]
এবার আপনি সিদ্ধান্ত নিন হারাম
সিগারেট খাবেন নাকি ছেড়ে দেবেন?
No comments:
Post a Comment