১.ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।
২.ধর্ম নিয়ে মারামারি করতে চাই না।
৩.কোন মানুষকে আঘাত,মার দিতে চাই না অ কারনে।
৪.ধনী মানুষদের টাকার প্রতি লোভী হতে চাই না।
৫.কারো কাছ থেকে টাকা পাবো এমন আশা করতে চাই না।
৬.মা-বাবাকে দুঃখ দিতে চাই না।
৭.কোন মেয়েকে ধর্ষন করতে চাই না।
৭.বিবাহের পরে ২৪ ঘন্টায় ৪-৫ বার দৈহিক মিলন করতে চাই না।(একটু মজা দিলাম।সিরিয়াস হয়ে বেশিক্ষণ পড়লে বিরক্ত লাগে)
৮. পড়া-শোনা করে আবরার হত্যাকারীদের মতো হতে চাই না।
৯. বোনদের পারিবারিক অধিকার হরণ করতে চাই না।
১০.একদম মুর্খ লোকের সাথে কথা বলতে চাই না।
১১.সোস্যাল মিডিয়া বেশি ব্যবহার করে সময় নষ্ট করতে চাই না।
১৪.আমি জানি আমার ফ্যান,ফলোয়ারস হাজার কোটি হলে ও আপন আপনই থাকবে পর পরই থাকবে।তাই ইন্ট্রোভার্ট থাকতে ভালোবাসি।
১৫.ট্রেইনে কোন মেয়েকে ইভটিসিং করতে চাই না।
১৬.বাসে কোন মেয়েকে ইভটিসিং করতে চাই না।
১৭.সিস্টেমের বাইরে খরচ করতে চাই না।
১৮.সবসময় মিতব্যয়ী ছিলাম,আছি থাকবো।
১৯.বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে চাই না।
২০.যেখানে কথা বললে কাজে আসবে না সেখানে কথা বলতে চাই না।
২১.রাস্তা ঘাটের মানুষের কষ্টকর জীবন দেখতে চাই না।
No comments:
Post a Comment