Sunday, January 24, 2021

১। শিরক করা।

২। বিদআত করা।

৩। মা বাবাকে কষ্ট দেওয়া।

৪। সুদ ঘুষ প্রভৃতির মাধ্যমে হারাম উপার্জন করা।

৫। গালি দেওয়া বা মুখ খারাপ করা এবং গীবত করা।

৬। অন্যের উপকার করে খোটা দেওয়া এবং অন্যকে অপমানিত করা।

৭। অহংকার করা ।

৮। লোভ করা।

৯। হিংসা করা।

১০। অপচয় করা তা সময়ই হোক বা টাকা পয়সা।

উল্লিখিত কাজগুলো না করা এবং তা থেকে দূরে থাকা জরুরী।

No comments:

Post a Comment