- দিনের শেষে যদি নতুন কিছু শিখতে পারি তখন মনে হয় আজকের দিনটি সার্থক হয়েছে।
- যদি কারোর মুখে হাসি ফোটাতে পারি তখন মনে হয় আজকের দিনটি সার্থক হয়েছে।
- ১ ওয়াক্ত নামাজও যখন মিস হয় না তখন মনে হয় আজকের দিনটি সার্থক হয়েছে।
- বিকাল দিকের সময়টা যখন ঘরের বাইরে কাটে তখন মনে হয় আজকের দিনটি সার্থক হয়েছে।
- ঠিক সময় ঘুমাতে পারলে আর ঘুম থেকে উঠতে পারলে মনে হয় আজকের দিনটি সার্থক হয়েছে।
No comments:
Post a Comment