আল্লাহর নাম "আল্লাহ" কে দিয়েছেন? নাকি উনি নিজেই রেখেছেন?
১.সমস্ত প্রশংসা আল্লাহ তা'য়ালার জন্য যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক। (সূরা : আল ফাতিহা, আয়াত -১)
২.বলুন, আল্লাহ এক ও অদ্বিতীয়।(সূরা : আল ইখলাস, আয়াত -১)
৩.আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব সকলের রক্ষণাবেক্ষণকারী। (সূরা : আলে ইমরন, আয়াত - ২)
এরকম আরো অনেক আয়াত আছে যেগুলোতে আল্লাহ নিজেই আমাদেরকে নিজের নাম জানিয়েছে। শুধু " আল্লাহ " এই নামটিই নয় আল্লাহর আরো যে ৯৯ টি নাম রয়েছে আল্লাহ সেগুলো বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ আমাদের জানিয়েছেন।
কুরআন যেহেতু আল্লাহ নাযিল করেছেন এবং এর কোনো পরিবর্তনকারী নেই বা কেউ এতে নতুন কোন শব্দ যুক্ত করতে বা বাদ দিতে পারবে না। সুতরাং অন্য কেউ আল্লাহর নাম দিয়েছেন এটা গ্রহণযোগ্য না।
আমি জানি না এই ধরনের প্রশ্নগুলোর উদ্দেশ্য কী।
" মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে ? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাক-বিতন্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে , অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। " ( সূরা : ইয়াসীন)
No comments:
Post a Comment