Wednesday, January 20, 2021

জীবনে কোন কোন অভিজ্ঞতাগুলি একবারের জন্য হলেও নেওয়া উচিত?

জীবন অনেক ছোট তাই কিছু কিছু জিনিস একবারে জন্য হলে ও করা উচিত।

  • ৭০ বছর+ বয়স্কদের কে সিগারেট না খাওয়ার জন্য একবার বলে দেখুন। তার পরের রিয়াকশন টা কমেন্ট করে জানায়েন।
  • নেশাগ্রস্ত এক ব্যাক্তিকে জিজ্ঞেস করে দেখুন নেশা মানে কি?
  • একা একা দূরে কোথাও ঘুরে এসে দেখুন একবার।
  • মাকে একবার জড়িয়ে ধরে ১ মিনিট পযন্ত সরি বলে দেখুন।
  • ট্রাফিকে আটকা পড়লে কোন ট্রাফিক পুলিশ না থাকলে সেইখানে নিজ দায়িত্ব জ্যাম কে সরিয়ে দেখুন কতো আনন্দ লাগে। এই রকম ২ বার করেছি আরও করতে মন চাই খুব ভালো লাগে।
  • হালাল ভাবে জীবনে একবার প্রেম করে দেখুন। নোট প্রেম করা হারাম প্রেম করা থেকে বিরত থাকুন।
  • কাউকে হেল্প করে দেখুন না টাকা পয়সা না দিয়ে অন্য ভাবে।
  • পথ শিশুদের সাথে একবার হলেও খাবার খাওয়া।
  • যদি পারেন ইন্টারনেট জগত থেকে ৭ দিন দূরে থাকতে।
  • সকল ধর্মের বই একবার হলেও পড়া উচিত।
  • মার্বেল স্টুডিও সকল সুপার হিরো মুভি একবার হলেও দেখা উচিত।
  • যদি মুসলিম হন ইসলামের জন্য ৩ দিন সফর করে দেখতে পারেন।
  • একবার হলেও আল কুরআন পড়া উচিত।
  • নিজের দেশে একবার হলেও পুরো জেলা গুলো ঘুরে দেখা উচিত।
  • ইউটিউব ভিডিও দেখার পর সব ভিডিও তে একটি করে লাইক দেওয়া, মনে রাখবেন যে ভিডিও একবার দেখবেন হয়তো ২ য় বার নাও দেখতে পারেন একটা লাইক দেওয়া যেতে পারে।
  • যখন কোরাতে পুরো পোস্ট পড়বেন ভালো লাগলে আপভোট দিতে ভুলবেন না।

নতুন সংযুক্তিঃ

২৩-১২-২০২০ ইং তারিখে নতুন অভিজ্ঞতা হলো এই কাজ সবার একবার হলেও করা উচিত। জানিনা কি করে কোন এক এনজিওতে জয়েন হলাম , তাও আবার সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেরকে পড়ানোর কাজ আল্লাহ রহমতে এই কাজ কে আমি অনেক উপভোগ করতে ছি বর্তমানে। কৌতূহল বসত আমি জিজ্ঞেস করলাম কেন তাড়া পড়াশোনা থেকে ছিটকে গেলো ৯৫% হলো দরিদ্রতার কারনে আর ৫ % হলো তাও দরিদ্রাতার কারনে তবে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ নেই একজন কে এমন পেলাম সে বলতে ছে আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে তবে পারতেছি না সে ক্লাস ৮ থেকে ছিটকে গেলো। তার ইচ্ছে আছে পড়াশোনা করার তবে পারতেছেনা তার পরিবারের সমস্যা কারনে। তাকে আমি অনেক মোটিভেট করলাম এবং আমি যতটুকু পারি হেল্প করারও আশ্বাস দিছি। একটু ভেবে দেখুন তো এরকম মানুষ আমাদের আশেপাশে কতজন আছে আমরা কি কোন দিন একটু ভেবে দেখেছি একদিনের জন্য হলেও। সবার কাছে অনুরোধ করবো একবারে জন্য হলেও এই কাজটি একবারে জন্য হলেও করুন। হয়তো অনেকে ভাবতেছেন আমরা কি সামজের উচ্চবর্গের মানুষ নাকি এই কাজ করবো, হা আমরা সমাজের উচ্চবর্গের মানুষ না, আমরা একজন সাধারণ মানুষ এই সাধারণ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। একজন সাধারণ মানুষের কারণ একজন দেশের রাজা হতে পারে। শুধু এই টুকু বলবো যতটুকু পারি তাদেরকে আগ্রহ এবং সহযোগিতা করার জন্য হয়তো আপনার আমার একটু সহোযোগিতায় তারা একদিন অনেক কিছু করতে পারবে। প্লিজ এই কাজটি জীবনে একবার হলেও করুন অনুরোধ রইলো।

নোট করুনঃ এই উওরটি ৬ হাজার মানুষ দেখেছে যদি এইখান থেকে ৫% মানুষ যদি জীবনের জন্য হলেও এই কাজটি করে ৩০০-৪০০ জন সুবিধা বঞ্চিত ছেলে মেয়ের জীবন অনায়াসে পাল্টে যাবে। আমরা কি পারিনা এমন একটা কাজ করতে অবশ্যই পারবো ইন-শা-আল্লাহ। টাকা পয়সা দিয়ে সহোযোগিতা করতে না পারলেও তাদের কে আগ্রহ দিয়ে হলে ও সহোযোগিতা করুন। ধন্যবাদ আমি কোন সোশ্যাল কর্মকরতা ও না এই সমাজের উচ্চবর্গের মানুষ ও না একজন সাধারণ মানুষ।

No comments:

Post a Comment