Tuesday, January 26, 2021

কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি রাগিয়ে তোলে?

  1. জিজ্ঞাসা না করে কারোর ডায়েরী পড়া। আমার ফাঁকা ডায়েরী ধরলেও রাগ লাগে।
  2. ৫ মিনিট পর আসছি বলে ১৫ মিনিট ওয়েট করানো।
  3. কোরা চালানোর সময় বিশেষ করে উত্তর লেখার সময় যখন কেউ ডাকে। (এই উত্তরটা লেখার মাঝখানেও আমাকে কাজ করনোর জন্যে ডাকা হয়েছে।)
  4. নেট স্লো থাকলে/ ফোন হ্যাং মারলে।
  5. সাইন্স মানেই ভালো স্টুডেন্ট ধারণা ওয়ালা পাবলিকদের প্রতিও রাগ লাগে।
  6. এক্টিভ থেকেউ রিপ্লাই না দিলে মন মেজাজ খারাপ হয়ে যায়!!
  7. Cardi B, Doja Cat এর মতন পাবলিকদের স্টাইল।
  8. ঘুমন্ত ব্যাক্তিকে জিজ্ঞাসা করা- ঘুমাচ্ছো?
  9. অনুমতি না নিয়ে অন্য কারোর মেসেজ চেক করা।
  10. সালামের জবাব না নিলে।
  11. সেইসব মানুষদের দেখেতেই মন চায় না যারা নিজে খারাপ ব্যাবহার করে অপরজনের কাছ থেকে ভালো ব্যাবহার আশা করে।
  12. ভন্ড ছেলেদের দেখলে কি পরিমাণ যে রাগ লাগে!! রঙ করা চুল, হাতে আংটি/ব্রেসলেট এসবে কি পায় তারা?!
  13. যারা সিগারেট খায় তাদের দেখতেই মন চায়না।😷 (ব্যাক্তিগত মতামত।)
  14. বাচ্চারা যখন কথা শুনেনা তখন কানের নিচে লাগাইতে মন চায়!
  15. কোন কথার অর্ধেক বলে বাকি অর্ধেক না বললে।
  16. কেউ যখন আমাকে দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করায়।
  17. ঢাকা ইজ এভরিথিং- এরকম ভাবনা ওয়ালা পাবলিক দেখলে…….Dhaka is Overrated.
  18. ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ এরকম লেখা দেখলেও রাগ লাগে। ময়মনসিংহ ঢাকার আন্ডার এ না!!! ময়মনসিংহ-র ক্ষেত্রেই এমন লেখা থাকে- ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ। সিলেট/রাজশাহী/বরিশাল এর ক্ষেত্রে এরকম থাকে - সিলেট, বাংলাদেশ। এই জিনিসটা দেখতে দেখতে চোখ ঝালাপালা হয়ে গেছে।
  19. বড় ভাইয়ারা কল/মেসেজ দিলে।
  20. সাদিয়া নামটা শুনলে। (ব্যাক্তিগত মতামত।)

সবচেয়ে বেশি রাগ লাগে 1, 2, 4, 6, 9, 10, 12, 13, 14, 18, 20-র ক্ষেত্রে।😡

No comments:

Post a Comment