Wednesday, January 20, 2021

কোন জিনিস বা কাজগুলি আপনি (জীবনে) কখনই করেন নি?

প্রথমেই ধন্যবাদ জানাই এমন প্রশ্নের জন্য।

একদম ক্লিয়ার, কাট স্পষ্ট উত্তর দিচ্ছি।

১.মদ,গাজা একদমই খাইনি।

২.হেরোইন খাইনি,দেখিনি ও।

৩.যেখানে আমার ক্ষমতা নেই সেখানে ক্ষমতা দেখানোর চেষ্টা করিনি।

৪. এখনো জীবনে একবার ও ভোট দেই নি।(হাসির ইমোজি)

৫.গভীর প্রেমে আচ্ছন্ন হয়ে ওষ্ঠ স্পর্শ করিনি।

৬.গরীব মানুষকে বুঝে শোনে গালি দেই নি।(আমি নিজে ও গরীব)

৭.রিক্সাওয়ালাকে কখনোই কথা বার্তা যা ছিল তার থেকে কম টাকা দেই নি।

৮.বিয়ে করিনি।

৯.দেশের বাইরে যেতে পারিনি।

১০.রাস্তা-ঘাটে কখনোই মারামারি করিনি।

১১.বাংলাদেশী পাগল ছাগল রাজনীতি নিয়ে কখনো ভাবিনি,প্রয়োজন ও মনে করিনি।

১২.রাতের আধারে কোন গাছে উঠে কারো গাছের জিনিস ছুরি করতে পারিনি।

১৩.কখনো র‍্যাগ খাইনি।

১৪.প্র‍্যাংকজদের কখনো প্র‍্যাংকের স্বীকার হইনি।

১৫.এক সপ্তাহে টানা দুইবার কাপড় পরিষ্কার করিনি (আইলসা)

১৬.কখনো এরেস্ট হইনি।(মাশরুফ ভাই দেখলে খবর আছে আমার)

১৭.রাগ,অভিমান খুব স্বাভাবিক বিষয় একজন কে অনেক চেষ্টা করে ও বোঝাতে পারি নি।

১৮.রাস্তা ঘাটে মেয়েদের ডিস্টার্ব করিনি।

১৯.এখনো মিলোনিয়ার হতে পারিনি।

২০.আপনাকে ধন্যবাদ দিয়ে শুধু শেষ করতে পারিনি।

ভালোবাসা অবিরাম।❤❤

No comments:

Post a Comment