Wednesday, January 20, 2021

এমন কোন জিনিস আছে যার জন্য আপনার কোনো করুণা নেই?

আছে।

১.ধর্ষণকারীর জন্যে কোন করুণা নেই।

২.গ্যাস চালু করে যারা কাপড় শুকায় তাদের জন্যে নেই।

৩.মা-বাবার প্রতি খারাপ ব্যবহারকারীদের জন্যে কোন করুণা নেই।

৪.জন্মদাতা মাকেই জন্মদিনের দিন বন্ধুদের সাথে কেক কাটার জন্যে টাকা চেয়ে যারা গালি দেয় তাদের তাদের প্রতি আমার কোন করুণা নেই।

৫.যারা নিজের খেয়ে আরেকজনের ডিউটি করে তাদের জন্যে নেই।

৬.না বুঝে জুনিয়র বলে অযৌক্তিক এডভাইস যারা দেয় তাদের জন্যে এক বালতি সমবেদনা।কিন্তু করুণা আছে।

৭.কোন কাজের জন্যে আমাকে হিংসে করে এবং আমি যদি এটা বুঝতে পারি যে সে আসলেই করছে।

৮.আমার অনুপস্থিতিতে আমার কোন পার্সোনাল ব্যাপার নিয়ে যারা কথা বলবে তাদের প্রতি আমার কোন করুণা নেই।

৯.আমার অনুপস্থিতিতে আমার মেসেঞ্জার যে চেক করবে তার জন্যে আমার কোন করুণা নেই।

১০.মেসে থাকে কিন্তু সারাদিন গেইম খেলে।মাস শেষে মাকে যে কল দিয়ে বলে,"মা!সামনে এক্সাম। প্রচুর পড়ছি।আজকেই টাকা পাঠাও। "এদের জন্যে করুণা তো নেই ই বরং অভিশাপ।

আর ও অনেক আছে।সময়ের কারনে লিখতে পারছি না।

১১.ও হ্যা!আমাকে যারা আপভোট দিবে না তাদের প্রতি আমার করু………... নেই।😂😂👹👺

আসলে ভাই আমি অতো মহান মানুষ না যে আমার করুণা দিয়ে কারো কিছু আসে যায়।😂😅

No comments:

Post a Comment