Sunday, January 31, 2021

কোন জিনিসগুলি মানুষের জীবন থেকে ত্যাগ করা উচিত?

যা আপনার মন,আত্মা থেকে মনে হবে খারাপ তাই ত্যাগ করুন। আপনার ভেতর থেকে যদি মনে হয় এটা খারাপ তবে কেউ তা চাইলেও আপনার পছন্দের করতে পারবে না,আপনাকে দিয়ে করাতে পারবে না।

  • ইচ্ছাকৃত ভাবে কারো ক্ষতি থেকে বিরত থাকুন। একই ক্ষতি আপনার হবে তবে ভিন্ন মাধ্যমে, ভিন্ন উপায়ে।
  • কারো কথা কাীো কাছে প্রচার করবেন না। কেউ বিশ্বাস করে কিছু বললে তা নিজের মধ্যে রাখুন।
  • রাস্তায় চলার সময় মানুষের উপকার করুন। কে জানে আপনার একটা কাজে অনেকে জীবন বেঁচে যাবে।
  • কখনোই ধুমপান করবেন না। কারণ এতে পরিবেশের ক্ষতি এবং আপনার চারপাশের মানুষের ব্যাপক ক্ষতি হয়।
  • কারো ব্যাক্তিগত আচার-আচরণ, জীবন ধারা নিয়ে আলোচনা করবেন না। যারযার জীবন সে তার মতো চালানোর অধিকার তার আছে।
  • কারো অধিকার এর উপর হস্তক্ষেপ করবেন না। যে যা পাওয়ার যোগ্য সে তাই পাবে।
  • সমালোচনা না করে আত্ম আলোচনা করুন। নিজের ভুল গুলো শুধরানোর চেষ্টা করুন।
  • আপনি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের কাজ করুন। অন্য কারো চিন্তার উপর নিজের মতামত চাপাবেন না।এটা খুবই জঘন্য কাজ।
  • সবশেষে সময় নষ্ট, সময়কে হেলাফেলা না করে এখন যা করা উচিত তা করার জন্য লেগে পড়ুন। মানুষের পিছনে মোটেও লাগতে যাবেন না।

ধন্যবাদ। 🖋️

No comments:

Post a Comment