Monday, January 25, 2021

কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?

  • কেউ আপনার খোঁজ নেবে না, যতক্ষন না আপনি নিজে থেকে তার খোঁজ খবর নেন।
  • কেউ কাউকে ভুলে যায় না, আসলে প্রয়োজন থাকে না তাই যোগাযোগ রাখে না।
  • মোটিভেশন বা অনুপ্রেরণা এসব দিয়ে কিচ্ছু হবে না, যতক্ষন না। আপনি নিজে থেকে উপলব্ধি করেন।
  • সবাই আপনাকে উপদেশ দিবে কিন্তু খাইয়ে দিবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে।
  • অন্যের ভুল থেকে শিক্ষা নিন, সফলতা থেকে কৌশল নয়! অন্যের সাফল্যের গল্প পড়ে শুধু আক্ষেপ বাড়বে আর কিছু নয়। অন্যের ব্যার্থতার কারন বের করে তার ভুল থেকে শিক্ষা নিন।
  • ক্ষণিকের বিনোদনের জন্য তৃতীয় শ্রেণীর (Third class) বিনোদন দেখে নিজের চিন্তা ভাবনাকে দুষিত করবেন, অনেক বড় বিপদ ডেকে আনবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে।
  • যে আপনার কদর বুঝে না, তার সাথে সম্পর্ক রেখে ফালতু সময় নষ্ট করার দরকার নেই, বরং যে আপনার কদর দিতে জানে তাকে অবজ্ঞা নয় বরং অগ্রাধিকার দিন।
  • কোনো কিছুর একটি নির্দিষ্ট পক্ষ থাকে না, দুটি পক্ষ থাকে! যেমন- বিজ্ঞান আশীর্বাদ ও আবার অভিশাপও, বই পড়ার ভালো দিক ও আছে আবার খারাপ দিক ও আছে। একজন ভালো মানুষের মধ্যে খারাপ স্বত্তাও থাকতে পারে আবার একজন খারাপ মানুষের মধ্যে ভালো স্বত্তাও থাকতে পারে! কোন সম্ভাবনা কে উড়িয়ে দেয়া যায় না।

No comments:

Post a Comment