কিছু কঠিন বাস্তব সত্য যা আপনি জীবনে উপলব্ধি করেছেন সে সম্পর্কে জানাতে পারবেন?
- কেউ আপনার খোঁজ নেবে না, যতক্ষন না আপনি নিজে থেকে তার খোঁজ খবর নেন।
- কেউ কাউকে ভুলে যায় না, আসলে প্রয়োজন থাকে না তাই যোগাযোগ রাখে না।
- মোটিভেশন বা অনুপ্রেরণা এসব দিয়ে কিচ্ছু হবে না, যতক্ষন না। আপনি নিজে থেকে উপলব্ধি করেন।
- সবাই আপনাকে উপদেশ দিবে কিন্তু খাইয়ে দিবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে।
- অন্যের ভুল থেকে শিক্ষা নিন, সফলতা থেকে কৌশল নয়! অন্যের সাফল্যের গল্প পড়ে শুধু আক্ষেপ বাড়বে আর কিছু নয়। অন্যের ব্যার্থতার কারন বের করে তার ভুল থেকে শিক্ষা নিন।
- ক্ষণিকের বিনোদনের জন্য তৃতীয় শ্রেণীর (Third class) বিনোদন দেখে নিজের চিন্তা ভাবনাকে দুষিত করবেন, অনেক বড় বিপদ ডেকে আনবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে।
- যে আপনার কদর বুঝে না, তার সাথে সম্পর্ক রেখে ফালতু সময় নষ্ট করার দরকার নেই, বরং যে আপনার কদর দিতে জানে তাকে অবজ্ঞা নয় বরং অগ্রাধিকার দিন।
- কোনো কিছুর একটি নির্দিষ্ট পক্ষ থাকে না, দুটি পক্ষ থাকে! যেমন- বিজ্ঞান আশীর্বাদ ও আবার অভিশাপও, বই পড়ার ভালো দিক ও আছে আবার খারাপ দিক ও আছে। একজন ভালো মানুষের মধ্যে খারাপ স্বত্তাও থাকতে পারে আবার একজন খারাপ মানুষের মধ্যে ভালো স্বত্তাও থাকতে পারে! কোন সম্ভাবনা কে উড়িয়ে দেয়া যায় না।
14.4 হা বার দেখা হয়েছে
আপভোটদাতাদের দেখুন
শেয়ারকারীদের দেখুন
No comments:
Post a Comment