কষ্ট পাচ্ছেন কিন্তু কেন পাচ্ছেন? হতে পারে মানুষের কথায় হতে পারে কারো কাজকর্মে তাহলে ভাই আপনি বাস্তববাদী নন। তাহলে কিভাবে বাস্তববাদী হওয়া যায় ধরুন কেউ আপনাকে খুব অপমান করল এতে আপনি কষ্ট পেলেন কিন্তু এরকম না হয়ে ঠিক এরকম যদি হতো তার অপমান তাকে ফেরত দিয়ে দিতেন অর্থাৎ কেউ যদি আপনাকে কিছু গিফট দেয় আর সেগুলো যদি আপনি না নেন তাহলে সেগুলো কার নিশ্চয়ই যে দিয়েছে তার।
- সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করবেন 😊কেউ কিছু বললে সেটা কানে দিবেন না।
- নিজেকে ভালোবাসুন নিজেকে নিয়ে ভাবুন।
- নিজের মতামতকে সম্মান করুন।
- নেগেটিভ দৃষ্টিভঙ্গির মানুষদের এড়িয়ে চলুন।
- মূর্খদের সাথে তর্কে জড়াবেন না।
- ক্ষমা করতে শিখুন নিজে শান্তিতে থাকবেন।
- সব সময় কর্ম ব্যস্ততার মধ্যে সময় পার করুন।
- কাউকে অন্ধ বিশ্বাস করবেন না।
- কিছু কিছু সময় চুপ থাকা ভালো।
- আপনি চাইলেই সবাইকে খুশি করতে পারবেন না।
ধন্যবাদ আপনাকে🙏
No comments:
Post a Comment